adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাঁচ হাজার টাকা করে কৃষ্ণাদের ঈদ উপহার দিলো বাফুফে

bffক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো যে কোনো আন্তর্জাতিক আসরের ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন এবারই প্রথম। যারা এই ইতিহাস রচনা করেছেন সেই কৃষ্ণা রানী-মার্জিয়াদের দেশবাসী ভালো করেই জানেন। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে নাম লিখিয়ে বাংলাদেশের ফুটবলের নয়া দিগন্তের উম্মোচন করা সেনাদের প্রত্যেককে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে মূল্যায়ণ করেছে বাফুফে। এ নিয়ে বিস্তর সমালোচনা ক্রীড়াঙ্গণে। এই টাকা নিয়েই দেশে ফিরে গেছে মেয়েরা। অনূর্ধ্ব-১৬ দলের অধিকাংশ মেয়েই এসেছে গরিব পরিবার থেকে, যাদের নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু এসব নিয়ে সহজে মুখ খুলতে চাইল না মেয়েরা। সাংবাদিক পরিচয় শুনেই কথা বলা যাবে না বলে কয়েকজন ফুটবলার ফোন কেটে দিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার বলেন, ক্যাম্পে থাকাকালীন আমাদের হাতে কোনো টাকাই দেওয়া হয় না। খেলায় ভালো করেছি বলে মনে করেছিলাম, এবার একসঙ্গে অনেক টাকা পাব। কিন্তু যাওয়া-আসার ভাড়া ছাড়া দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন ভিন্ন কথা। তিনি বলেছেন, বাফুফে অর্থ দিয়ে এখনো মহিলা ফুটবলারদের মূল্যায়ণ করেনি। বাফুফে ওদের উষ্ণ সংবর্ধনা জানাবে। সামনে ঈদুল আযহা, হাতে সময় কম। তাই মেয়েদের সংবর্ধনা দেয়া হয়নি। ঈদের পরে আমরা (বাফুফে) সংবর্ধনায় ওদের মূল্যায়ন হবে। তিনি বলেন, প্রতিটি খেলোয়াড়কে  বাস ভাড়ার বাইরে ঈদ উপহার হিসাবে জনপ্রতি পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ঈদের পর প্রধানমন্ত্রীও খেলোয়াড়দের সংবর্ধনা জানাবেন।  

 

 

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া