adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে না ভারত!

23_236077স্পাের্টস ডেস্ক : লভ্যাংশের ভাগাভাগি, দ্বিস্তর বিশিষ্ট টেস্ট আর চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট নিয়ে আইসিসির সাথে চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতকে অন্তর্ভুক্ত না করেই ফিন্যান্স কমিটি গঠন করেছে আইসিসি। দুবাইয়ে কিছু দিন আগে আয়োজিত সেই সভায় ভারতের কোনো প্রতিনিধিকেও রাখা হয়নি। আর এর ফলেই ক্রিকেটের সবোর্চ্চ সংস্থাটির উপর বেজায় চটেছে বিসিসিআই। এভাবে চলতে থাকলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের হুমকি দিয়েছে ভারত।

বিসিসিআইর সচিব অজয় শিরকে বলেছেন, ‘ফিন্যান্স, কমার্স আর প্রধান নির্বাহী কমিটি থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এই কমিটিগুলোতে আমাদের কোনো প্রতিনিধি না থাকাটা চূড়ান্ত অপমানজনক। আমরা আইসিসিকে বলব ব্যাপারগুলোতে নজর দেওয়ার জন্য, আর তা না হলে ভারতীয় ত্রিক্রকেটের স্বার্থরক্ষার জন্য যা যা করা দরকার, আমরা সেটাই করব।’

এসময় চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি দিয়ে শিরকে বলেন, ‘এভাবে চললে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও অংশ না নিতে পারি আমরা।’

এছাড়া বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসি অনেক বেশি অর্থ ব্যয় করছে বলেও অভিযোগও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বছর টি২০ বিশ্বকাপ আয়োজনের জন্য ভারত ব্যয় করেছিল ৪৫ মিলিয়ন ডলার।

সেই জায়গায় আট দলের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য ইংল্যান্ডকে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩৫ মিলিয়ন ডলার। এ নিয়ে ব্যাপক অসন্তুষ্টি প্রকাশ করেছে বিসিসিআই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া