adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২২ বা ২৩ সেপ্টেম্বর রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ

muhit_finance_minister_24371_1473091499ডেস্ক রিপাের্ট : আগামী ২২ বা ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

৫ সেপ্টেম্বর সোমবার বিদেশী সহায়তা প্রকল্পের নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে রাতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, 'আগামী ২৪ সেপ্টেম্বর আমি যুক্তরাষ্ট্রে যাবো। এর আগে ২২ বা ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করবো।'

এ সময় তিনি বলেন, 'সহায়তা নির্ভর প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগ দেয়া হবে আন্তর্জাতিক মানে পরামর্শক। প্রকল্পে কোন খাতে কিভাবে নিরাপত্তা দেয়া হবে তা পরামর্শক সুপারিশ করবে। পাশাপাশি প্রকল্পের নিরাপত্তা জোরদার করা হবে।'

মুহিত বলেন, 'উন্নয়ন প্রকল্পে বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রকল্পের উন্নয়নের অগ্রগতি ধংস করা যাবে না।'

তিনি বলেন, 'বাংলাদেশে চলমান প্রকল্পসমূহে অনেক টাকা বিনিয়োগ করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে দেশের এ সম্পদ নষ্ট হোক তা আমরা চাই না। সে কারণেই এ বিশেষ নিরাপত্তা দেয়ার কথা ভাবছি। এ জন্য পুলিশসহ অন্যান্য বাহিনী থেকে সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হবে।'

অর্থমন্ত্রী আরও বলেন, 'আমাদের এর আগে এ ধরনের প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হতো না। শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিজেদের মালামাল রক্ষা করার ক্ষেত্রে চৌকিদার নিয়োগ করত।'

'কিন্তু এখন সময় বদলে গেছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করলেও নিরাপত্তাজনিত কারণে অনেক কিছুতেই পিছিয়ে যাচ্ছি। কাজেই এটি আর হতে দেওয়া যায় না' যোগ করেন তিনি।

মুহিত বলেন, 'বিদেশী সহায়তার প্রকল্পগুলো নিরাপত্তার জন্য  প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বিশেষ বাহিনী নিয়োগ করার কথা ভাবছে সরকার।'

বিশেষ প্রশিক্ষণ কবে নাগাদ শুরু হবে- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন- যত দ্রুত সম্ভব এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ প্রশিক্ষিত বাহিনী বাংলাদেশ চলমান প্রকল্পগুলোয় নিরাপত্তার দায়িত্বে থাকবে।'

নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয় বিকাল সাড়ে ৫টায়। বৈঠক শেষ হয়েছে সাড়ে ৭টায়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া