adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৈরি পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখা শনি ও রোববার খোলা

bangladesh-bank-logo_235605ডেস্ক রিপাের্ট : শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঈদের ছুটি স্বত্ত্বেও আগামী শনি ও রোববার বিশেষ ব্যবস্থাপনায় তৈরি পোশাক সংশ্লিষ্ট সব ব্যাংক শাখা খোলা থাকবে।

পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। তবে এর বাইরে সাধারণভাবে ঈদের ছুটির ছয়দিনই ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে ১০ সেপ্টেম্বর শনিবার ও ১১ সেপ্টেম্বর রোববার ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলো পূর্ণ দিবস (সকাল ১০ থেকে বিকাল ৪টা) খোলা রাখতে হবে।

আর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপশি ছুটির দিনে কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দিতে বলা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, বর্তমানে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দরে অবস্থিত ব্যাংকের বৈদেশিক লেনদেনকারী (এডি) শাখা প্রতি শুক্র ও শনিবার খোলা থাকে। অন্যান্য স্থানে অবস্থিত ব্যাংকের এডি শাখা শনিবার স্বকীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা রয়েছে। বিদ্যমান এ নির্দেশনা বলবৎ রেখেই নতুন এ নির্দেশনা কার্যকর হবে।

এদিকে, সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংকের মতোই শেয়ারবাজারও টানা ছয়দিন বন্ধ থাকবে। আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৪ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে না।

মূলত আগামী ১১ সেপ্টেম্বর রোববার প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় টানা ছয়দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব সময়ই ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া