adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবি পেল সীমান্ত ব্যাংক

simanto-bankনিজস্ব প্রতিবেদক : বিজিবি সদস্যদের বহুল প্রতীক্ষিত ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ এর যাত্রা শুরু হয়েছে। ১ সেপ্টম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার পর রাজধানীর পিলখানায় ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সীমাহীন আস্থা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’।

ব্যাংক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও কল্যাণ বয়ে আনতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আজ বিজিবি সদস্যদের আনন্দের দিন। সামনে পবিত্র ঈদুল আজহা। আজ সীমান্ত ব্যাংক উদ্বোধন করলাম। এটা তাদের জন্য ঈদ উপহার।

স্বাধীনতাযুদ্ধে বিজিবির ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজিবির ১২ হাজার সদস্য শহীদ হয়েছিলেন। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, ইতিমধ্যে ব্যাংক পরিচালনার সব প্রস্তুতি শেষ হয়েছে। এই ব্যাংক বিজিবি সদস্যদের পাশাপাশি সারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান বলেন, সীমান্ত ব্যাংক বিজিবি সদস্যসহ সীমান্তবর্তী এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দেবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটানোর পাশাপশি এই ব্যাংক ক্ষুদ্র ঋণ বিতরণ করবে।তিন বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ২০টি শাখা স্থাপন করা হবে। সর্বাধুনিক প্রযুক্তি থাকবে এই ব্যাংকে। ব্যবহার করা হবে দেশীয় ব্যাংকিং সফটওয়ার।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনবল বৃদ্ধি ও আধুনিক অস্ত্র ও সরঞ্জাম দেয়া হচ্ছে বাহিনীটিকে। বাহিনীতে নারী সদস্যও নিয়োগ হয়েছে। সীমান্ত সড়ক নির্মাণ হচ্ছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয়, সীমান্ত এলাকায় কর্মসংস্থানের জন্য প্রচলিত নানা প্রকল্পে অর্থায়নের মাধ্যমে এই ব্যাংক কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। এই ব্যাংক কেবল বাণিজ্যিক লাভের ভিত্তিকে পরিচালিত না হয়ে সামাজিক দায়বদ্ধতার দিকেও নজর রাখবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া