adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে শহরে প্রতিদিন কারফিউ!

india1আন্তর্জাতিক ডেস্ক : টহলে নেই সেনাবাহিনী। নেই কোনো নিরাপত্তাকর্মী। কামান, বন্দুক কিছুই নেই। দেখামাত্র গুলির নির্দেশ নেই। তবু চলছে কারফিউ! রাস্তায় মানুষ নেই। এ কোন বিরান শহর! কোলাহল নেই। আচার-অনুষ্ঠান নেই। কিন্তু ঘরবাড়ি, পথঘাট তো ঠিকই আছে। তবে লোকজন কোথায়?

তিতলায় শান্ত রেখেছে তিতলাগড়। তিতলা জারি করেছে কারফিউ। তিতলার অদৃশ দাহশক্তি টহল দিচ্ছে নাকের ডগায়, নিঃশ্বাসে। হিট-স্ট্রোকের সতর্কতা জারি করছে বারবার। ঘরের বাইরে এলে প্রাণ যেতে পারে। 

তিতলা তো বাঁশি বাজায় না। কামান, বন্দুক দেখায় না। তবু এর ভয়ে জবুথবু লোকালয়। প্রচণ্ড ভয় সবার মধ্যে। কখন নিয়ে নেয় কার প্রাণ!  হিট-স্ট্রোক, অক্সিজেনের অভাব, ডিহাইড্রেশন যে কোনো কারণে প্রাণ যেতে পারে যে কারোরই। 

তিতলা। স্থানীয় সম্বলপুরি ভাষায় এর অর্থ ‘প্রচণ্ড গরম’। তিতলাগড় নামে ‘প্রচণ্ড গরমের শহর’। ভারতের ওডিশা রাজ্যের পশ্চিমাঞ্চলীয় একটি শহর তিতলাগড়। বছরের বেশির ভাগ সময় উচ্চ তাপমাত্রা থাকে। এপ্রিল মাসে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে এ বছর এপ্রিল গেছে গড় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। শুরু হয়েছে মে মাস। তবু কমছে না তিতলা। তিতলার অদৃশ্য ও অঘোষিত কারফিউ জারি রয়েছে এ শহরে। দুর্বিসহ, অসহস্য! গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। 

না, তাই বলে তিতলাগড় ছেড়ে যায়নি লোকজন। প্রচণ্ড দাবদাহে বিকল্প উপায়ে বেঁচে থাকার কৌশল বের করে নিয়েছে তারা। সকাল ১০টার পর ঘর থেকে বের হয় না কেউ। সন্ধ্যার পর হাটবাজার খোলে। বাজার-সদয় যা কিছু আছে, এ সময়েই শেষ করতে হয়।

দুপুরে রাস্তাগুলো জ্বলন্ত উনুনের মতো গনগনে থাকে। এ সময় বাইরে বের হলে শরীরের ঘামকে মনে হয় লাভার মতো। পুড়ে ফসকা পড়ে যাচ্ছে ত্বকে। প্রখর সূর্যতাপ মাথার ওপরের ছাতাও যেন পুড়িয়ে দেয়। ভয়ানক!

তিতলাগড়ে ৬ লাখ মানুষের বসবাস। প্রাচীন এ জনপদে দাবদাহ নতুন কিছু নয়। গ্রীষ্মকাল এলেই প্রকৃতি এখানে জারি করে কারফিউ। ২০০৩ সালে তিতলাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ বছরের ২৪ এপ্রিল তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবছর অল্প কিছু দিনের জন্য হলেও এবার একটানা উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ জন্য গবাদিপশু পর্যন্ত খোলা আকাশের নিচে চরতে পারছে না। 

এপ্রিল মাসে তিতলাগড়ে বিয়ে হয় না। ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত উদযাপিত হয় না। সামাজিক আচার-অনুষ্ঠানও হয় না। যতদিন তিতলা থাকে, ততদিন শুধু নিরাপদে বেঁচে থাকার সংগ্রাম চলে। বেশির ভাগ লোকজন জাউভাত খেয়ে থাকে। ভেজা কাপড় দিয়ে ঘনঘন শরীর মোছে। আর কখন সূর্য যাবে সেই প্রতীক্ষায় থাকে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া