adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলাবাগানের জোড়া খুনে আনসারুল্লাহ ও জেএমবি জড়িত- বললেন আইজিপি

IGPনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবি জড়িত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। আইজিপি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন বা তাদের কোনো ততপরতা নেই। স্থানীয় জঙ্গিরা যে কার্যক্রম চালাচ্ছে, তাও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ।

৩ মে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত জঙ্গিগোষ্ঠীর হাতে ৩৭টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এর মধ্যে ৩৪টির মূল রহস্য উদঘাটিত হয়েছে। একটি মামলার বিচার হয়েছে ও ৬টির চার্জশিট দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এসব হত্যাকাণ্ডের ৩৪টি মামলায় এ পর্যন্ত ১৪৪ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে ৪৯ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তবে লেখক-ব্লগার হত্যাকাণ্ডের পর বিভিন্ন সাইট থেকে যে দায় স্বীকার করা হয়, এসবের সঙ্গে গ্রেপ্তার হওয়া আসামিদের সংশ্লিষ্টতা নেই বলে জানান পুলিশের মহাপরিদর্শক।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া