adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাত তারার গল্প

sat tarar golpo-বিনোদন প্রতিবেদক : এটিএন বাংলায় আজ ১ মে রোববার রাত ১১টায় প্রচারিত হবে  প্রতিদিনের ধারাবাহিক‘সাতটি তারার তিমির’। নাটকটি পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এটি ডলস হাউস ধারাবাহিকের সিক্যুয়াল।
এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র কাহিনি।
স্কুল জীবনের সোনালী দিনগুলো তারা একসঙ্গে কাটিয়েছিলো। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী-এই সাত বন্ধুকে নিয়ে ডলস হাউস’র পথ চলা।
মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে সবচে এগিয়ে থাকে স্কুল লাইফ। সেই সুন্দর সময় একসাথে কাটানো পড়েছে তাদের। স্কুলে তাদের কমন গ্রুপের নাম ‘সেভেন সামুরাই’।
মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো। সপ্তর্ষী। সপ্তর্ষীর এই সাত তারার ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া।
আরও অভিনয় করেছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া