adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টির কোনো লক্ষণ নেই- হাওয়ায় ভাসছে আবহাওয়াবীদদের ভবিষ্যতবাণী

HOTডেস্ক রিপোর্ট : তীব্র দাবদাহে পুড়ছে দেশ।  বিশেষ করে ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর, সিলেট, চট্টগ্রাম ও বরিশালসহ বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলছে। গত এক মাসেরও বেশি সময় ধরে চলছে এই অবস্থা। ফলে ওষ্ঠাগত প্রাণ।আবহাওয়াবীদদের ভবিষ্যতবাণীও কাজে আসছে না।

তীব্র গরমকে ঠাণ্ডা করতে না আছে বাতাসের প্রবাহ না হচ্ছে বৃষ্টিপাত। আকাশে মেঘের আনাগোনাও নেই যে বৈশাখের এ প্রখর সূর্যালোককে বাধা দিয়ে ঠাণ্ডা রাখবে পরিবেশ। সব মিলিয়ে বৈরী আবহাওয়ার শিকার বাংলাদেশ। পরিবেশবিদরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব এটি। আর বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত একটি দেশ।

আর খুব সহসাই এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে এমনটাও বলছে না আবহাওয়া অফিস। ফলে তীব্র তাপপ্রবাহের মধ্যদিয়েই যেতে হচ্ছে দেশবাসীকে।

আবহাওয়া অফিস সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলছে, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের দুই একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটিও প্রবল সম্ভাবনা নয়। এছাড়া খুব নিকট ভবিষ্যতে বৃষ্টি হবে তারও লক্ষণ নেই আবহাওয়া অফিসের কাছে।

জানতে চাইলে আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘১ মে রবিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাস হচ্ছে- রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের দুই-একটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটিও শক্ত কোনো পূর্বাভাস নয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব কাছাকাছি সময়ে ভারী বা হাল্কা বৃষ্টিপাত হবে সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া