adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফে নির্বাচনে আসা ব্যক্তি পোটন কেমন ছিলেন

potonস্পোর্টস ডেস্ক : হোটেল রেডিসন ব্লু’র লবিতে সালাউদ্দিন পন্থীদের বিজয়োল্লাসের মধ্যেও শান্ত স্বাভাবিক কামরুল আশরাফ খান পোটন। একদিন আগে যার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, জয়টা আপনার  সময়ের ব্যাপার মাত্র। কে জানে, সহজ সরল নরসিংদীর এ সংসদ সদস্য তা বিশ্বাস করেছিলেন কিনা, তবে হারের জন্যও যে নিজেকে পুরোপুরি প্রস্তুত রেখেছিলেন, সেটা তো হোটেল লবিতে তার নির্ভারতা দেখেই বোঝা গেল।

– আপনি তো হেরে গেলেন

‘নির্বাচনে জয় পরাজয় থাকবেই। এটা পুরোপুরি সুষ্ঠু নির্বাচন। সালাউদ্দিন ভাইকে আমার অভিনন্দন।’

কথাটা মুগ্ধ করার মতো, যেটা এই দেশে হেরে যাওয়া প্রার্থীরা সচারাচর বলেন না। ‘ফুটবল উন্নয়নে অনেক টাকার দরকার। আমাকে ডাকলে আমি অবশ্যই আসব, সালাউদ্দিন ভাইয়ের পাশে থাকব। সহযোগিতা করার জন্য আমি সবসময় প্রস্তুত। আশা করি স্পন্সরের অভাব হবে না।’

দিন ক’য়েক আগে কাজী সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল, আপনি হেরে গেলে নতুন সভাপতিকে কী সহযোগিতা করবেন?

বিন্দুমাত্র না ভেবেই তিনি বলে দিয়েছিলেন, ‘না। প্রশ্নই ওঠে না। ফুটবলের বাইরের একজন লোক এসে সভাপতি হবেন, আর আমি তাকে সমর্থন করব!’

নির্বাচনে কামরুল আশরাফ খান পোটন ৫০-৮৩ ভোটে হেরে গেছেন। তবে এই জায়গাতে তিনি ঠিকই সালাউদ্দিনকে হারিয়ে দিলেন! এখানে তিনি  যেন সালাউদ্দিনের চেয়ে বেশি কৌশলি, অধিক পরিপক্ক!

মনোনয়নপত্র কেনার পরই পোটন বলেছিলেন, ‘আমার হারানোর কিছু নেই। ফুটবল থেকে নেওয়ারও কিছু নেই। কিন্তু দেওয়ার আছে অনেক কিছু।’

বাফুফের সর্বোচ্চ চেয়ারে তিনি বসতে পারেনি বলে ফুটবলে অবদান রাখার সুযোগও তিনি সেভাবে পাবেন না। কিন্তু ফুটবলে অচেনা এই মানুষটার দৃষ্টিভঙ্গি, ভার ভারত্ব অনেককেই মুগ্ধ করেছে। প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ ফুটবল ইতিহাসেরই শুধু নয়, কাজী সালাউদ্দিন দেশের টোটাল ক্রীড়াঙ্গণের সব থেকে গর্জিয়াস নাম। তার বিপক্ষে নির্বাচন করা যে কারও জন্যই গর্বের। লিজেন্ড্রি সালাউদ্দিনের কাছে আসলে হারানোর কিছু নেই। পোটনও কিছু হারাননি। বরং জিতেছেন। বুক চিতিয়ে আজীবন বলতে পারবেন, তিনি বাফুফের সভাপতি পদে যার বিপক্ষে নির্বাচন করেছিলেন, তার নাম কাজী সালাউদ্দিন।

নির্বাচন নিয়ে অনেক নোংরা খেলা খেলেছেন ‘ফুটবল বাঁচাও’ জোটের লোকজন। সালাউদ্দিনকে ভয় দেখানো হয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নানাভাবে চাপ দেওয়া হয়েছে। প্রচুর গুজব ছড়ানো হয়েছে। নির্বাচনের দুইদিন আগে একটি অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য হয় সালাউদ্দিন প্যানেল।

কিন্তু এই নোংরা খেলার সঙ্গে কোনোভাবেই পোটন জড়িত ছিলেন না।  তিনি সেই চরিত্রের মানুষই নন। যারা তার সঙ্গে কথা বলেছেন এবং তার সম্পর্কে কিছুটা জেনেছেন, তারা নিশ্চয়ই এক বাক্যে মেনে নিবেন এটা।

নোংরা খেলার সঙ্গে কারা জড়িত ছিলেন তা ক্রীড়াঙ্গণের সবাই জানে। এই লোকদের কোনও গ্রহণযোগ্যতা নেই। ভদ্রলোক পোটন কী তাদের খপ্পরে পড়েছিলেন?

পোটনের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক তারকা ফুটবলার গোলাম রব্বানি হেলাল অন্তত সেটাই মনে করেন। তার বিশ্লেষণ, ওই চক্র থেকে বেরিয়ে আসতে পোটনের নাকি প্রচুর টাকা খরচ করতে হবে। কথাটা তিনি বলেছিলেন নির্বাচনের বেশ কিছুদিন আগে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া