adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এমএ-তে ফার্স্ট ক্লাস পেয়েছেন মোদি!

modiআন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তথ্য কমিশনারের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ার পর থেকেই সকলের অপেক্ষা ছিল ফলপ্রকাশের। যাবতীয় জল্পনা কাটিয়ে আমদাবাদ মিরর প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, যথেষ্ট ভালো ছাত্র ছিলেন নমো। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাস্টার্স পাশ করেছেন।

কেজরিওয়াল তথ্য কমিশনার শ্রীধর আচারুলুর কাছে নমোর শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত জানতে চেয়ে একটি আবেদন করেছিলেন। এরপর শুক্রবার দিল্লি ও গুজরাট বিশ্বিদ্যালয় থেকে মোদির কোয়ালিফিকেশন জানানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্য কমিশন। কেজরিওয়ালের আবেদন পরে তথ্যের অধিকার আইনে গ্রহণ করা হয় এবং আচারুলু প্রধানমন্ত্রীর দপ্তরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দেয়।

জানা গিয়েছে, গুজরাট বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ছাত্র ছিলেন মোদি। ১৯৮৩ সালে ৬২.৩ শতাংশ নম্বর পেয়ে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাশ করেন তিনি। দু বছরের কোর্সে তিনি ইউরোপিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিকাল অ্যানালিসিস ও সাইকোলজি অব পলিটিক্স নিয়ে পড়াশোনা করেছেন। তবে, মোদির স্নাতক স্তরের পড়াশোনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনও তথ্য নেই। আমদাবাদ মিরর বলছে, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে বিএ পাশ করেন নমো। আটিআই-য়ে বারবার আবেদন জানানো হলেও, কোনওবারই মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে মুখ খুলতে রাজি হয়নি।

প্রধানমন্ত্রী দ্বাদশ শ্রেণির পরীক্ষার সমতুল প্রিসায়েন্স এমএন সায়েন্স কলেজ থেকে পাশ করেছেন বলে জানানো হয়েছিল। তবে, ওই কলেজের কাছে অবশ্য এ বিষয়ে কোনও তথ্য নেই। মোদি যখন ওই কলেজে পড়েন বলে জানা যায়, সেই সময়ই সেখানে ইনর্গ্যানিক বিভাগে এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল। চমকপ্রদভাবে নমো ও প্যাটেল দুজনেরই রোল নম্বর ছিল ৭১।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া