adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সা

BARSAস্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের লড়াইটা বেশ জমে উঠেছে। কার হাতে উঠছে ট্রফি, এখনই বলা যাচ্ছে না। এমনকি মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা এগোচ্ছে সমান তালে। রিয়াল মাদ্রিদ আছে তার সাথে সাথেই। কেননা ম্যাচের হিসেবে এক পয়েন্টে পিছিয়ে জিনেদিন জিদানের দল।

তিন দলই খেলে ফেলেছে সমান ৩৫ টি ম্যাচ। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। একই পয়েন্ট ঝুলিতে জমা করে অ্যাটলেটিকো রয়েছে দ্বিতীয় স্থানে। ৮১ পয়েন্ট সংগ্রাহক রিয়ালের অবস্থান তৃতীয়। তাই সামনের ম্যাচগুলোতে কেউ হোঁচট খেলেই ছিটকে পড়বে শিরোপা দৌড়ের লড়াইয়ে! সাবধানে পা ফেলার বিকল্প নেই তাদের।

তিন দলই মাঠে নামছে আজ শনিবার, তবে তাদের প্রতিপক্ষ ভিন্ন। বাংলাদেশ সময় রাত ৮টায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে রায়ো ভায়োকানোকে স্বাগত জানাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত ১০টা ১৫ মিনিটে। এ ছাড়া বার্সেলোনা ও রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে রাত সাড়ে ১২টায়। শুধু এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

শিরোপা প্রত্যাশী প্রতিপক্ষের দিকে তাকালে নাকি চাপ বাড়ে। তাই রিয়াল ও অ্যাটলেটিকো কী করল, তা নিয়ে মাথা ব্যথা নেই বার্সা কোচ এনরিকের। বলেন, ‘মৌসুমের শেষ ম্যাচগুলোতে এসে বিশেষ একটা চাপ থাকে। এটি সামলে উঠতে হয়। তাই রিয়াল কিংবা আটলেটিকোর ম্যাচে মনোযোগ দিয়ে সময় নষ্ট করতে চাই না। আপাতত ভাবছি শুধু বেটিসকে নিয়েই।’

রিয়াল মাদ্রিদও তাদের পরিকল্পনা নিয়ে এগোবে। জানালেন দলীয় কোচ জিনেদিন জিদান, ‘সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি জিততে সর্বস্ব ঢেলে দেব আমরা। আমরা খানিকটা পিছিয়ে আছি। পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। তার পরও অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত!’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া