adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৫দিন, কর্মদিবস দুদিন!

jakia..venezeula_111155আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি খাতে সপ্তাহে মাত্র দুদিন অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা সরকার৷ ভাইস প্রেসিডেন্ট আরিস্তোবুলো ইস্তারিজ ঘোষণা করেন, সঙ্কট সমাধান না হওয়া পর্যন্ত দেশের সরকারি চাকুরেজীবীরা শুধুমাত্র সোম ও মঙ্গলবার অফিসে আসবেন৷ বুধ থেকে শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে।

ভেনেজুয়েলায় এখন প্রবল খরা চলছে৷ সে দেশের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধে পানির স্তর নেমে গিয়েছে৷ সে জন্যই বিদ্যুৎ বাঁচানোর এই ব্যবস্থা নেয়া হল বলে জানায় সরকার৷ জাতীয় টেলিভিশনে ইস্তরিজ ঘোষণা করেন, 'মৌলিক ও জরুরি পরিষেবাগুলো ছাড়া পাবলিক সেক্টরে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারগুলোতে কোনও কাজ হবে না৷'

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগেই দাবি করেছিলেন, তার সরকার সবচেয়ে কার্যকরী উপায়েই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে৷ তিনি বলেন, এল নিনোর প্রভাবে ভেনেজুয়েলা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত সমস্যা পুরোপুরি মেটানো সম্ভব নয়৷ সঙ্কটের মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্যও চেয়েছেন তারা৷ এর আগে প্রেসিডেন্ট ২৮ লাখ সরকারি কর্মচারীর জন্য এপ্রিল ও মে মাসে শুক্রবারগুলো ছুটি ঘোষণা করেছিলেন৷ তিনি যুক্তি দেন, ওই অঞ্চলে অনেকগুলো দেশেই এল নিনোর প্রভাবে খরা হয়েছে৷ কিন্তু ভেনেজুয়েলাতেই বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি৷বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে শপিং সেন্টারগুলিকে খোলা রাখার সময় কমাতে নির্দেশ দিয়েছে সরকার৷ গত সপ্তাহে সরকার জানিয়েছে, ঘড়ি আধঘণ্টা এগিয়ে দিয়ে সন্ধ্যার দিকে বিদ্যুত বাঁচানোর বিষয়ে বিবেচনা করছেন তারা৷ দিনে চার ঘণ্টা করে লোডশেডিং করারও ব্যবস্থা হয়েছে৷

তবে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং বেশ কিছু ব্যবসায়ীও মনে করছেন, সরকার সঙ্কটের মোকাবিলায় ব্যর্থ৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া