adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাফর ইকবাল পুলিশি নিরাপত্তায়

2016_04_30_19_07_39_ylER5t0qW2OuAEdJLosedRD6bvorUf_originalডেস্ক রিপোর্ট : বাড়তি নিরাপত্তার জন্য জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের জন্য সশস্ত্র পুলিশ নিয়োজিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ।

তিনি জানান, জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তার জন্য সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফর ইকবালকে সশস্ত্র পুলিশী নিরাপত্তা প্রদান করা হবে।

রহমত উল্লাহ জানান, দিনের বেলা জাফর ইকবালের সাথে দুইজন সশস্ত্র পুলিশ এবং রাতে থাকবে তিনজন সশস্ত্র পুলিশ।

এক প্রশ্নের জবাবে রহমত উল্লাহ বলেন, ‘নতুন করে জাফর ইকবালকে কোনো ধরনের হুমকি দেয়ার তথ্য নেই। তবে সামগ্রিক পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ব্লগার, লেখক, প্রকাশক, বিদেশি ব্যক্তিদের হত্যা করা হচ্ছে। এছাড়া গত বছরের মে মাসে অধ্যাপক জাফর ইকবালসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয় ‘আনসারুল্লাহ বাংলা টিম: ১৩’ নামে একটি অদৃশ্য সংগঠন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া