adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২২৮ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট

2016_04_28_19_45_53_KqohWDeX7XUAksTysGuUYsCbbyxneH_originalডেস্ক রিপোর্ট : অসচ্ছল, ভূমিহীন দরিদ্র মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূরীকরণে ১০ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণের লক্ষ্যে ২২৭ কোটি ৯৭ লাখ টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটিতে দেশের সব উপজেলায় ২ হাজার ৯৭১টি ইউনিট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২ হাজার ৯৭১টি ইউনিটের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৪৩৩টি ইউনিট নির্মাণের জন্য ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে।’

তিনি আরো জানান, এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ২৯৮টি বাসস্থানের নির্মাণ কাজ শেষ হয়েছে। ১ হাজার ৪৫টি বাসস্থানের কাজ চলমান আছে এবং ৫০টি বাসস্থান নির্মাণের জন্য দরপত্র বিজ্ঞপ্তি জারির বিষয়টি প্রক্রিয়াধীন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া