adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ অঙ্গরাজ্যে ট্রাম্প জয়ী, হিলারি ৪টিতে

2016_04_27_12_22_44_IWbsf8Vk5yUflLdfk6ZpGa1lf36cy3_originalআন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পথে আরো এগিয়ে গেলেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন।

২৬ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত প্রাক ৫ রাজ্যের প্রাইমারি ভোটে সবগুলোতে জয় পেয়েছে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন জয় পেয়েছে ৪ রাজ্যে। দলের অপর মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স জয় পেয়েছেন রোডে আইল্যান্ডে। মঙ্গলবার দেশটির মেরিল্যান্ড, দেলাওয়ার, পেনসিলভানিয়া, কানেক্টিকাট এবং রোডে আইল্যান্ডে প্রাক প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়।

মেরিল্যান্ড রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫৫ দশমিক ৫৫ শতাংশ। দলের অপর মনোনয়নপ্রত্যাশী জন ক্যাসিচ পেয়েছেন ২২ দশমিক ৪৮ শতাংশ এবং টেড ক্রুজ পেয়েছেন ১৮ দশমিক ৪৩ শতাংশ ভোট।

অন্যদিকে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন পেয়েছেন ৬৩ দশমিক ০১ শতাংশ ভোট। দলের অপর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৩৩ দশমিক ২৬ শতাংশ ভোট।

দেলাওয়ার রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬০ দশমিক ৭০ শতাংশ। নির্বাচনী রেসে থাকা দলের অপর মনোনয়নপ্রত্যাশী জন ক্যাসিচ পেয়েছেন ২০ দশমিক ৩৫ শতাংশ এবং টেড ক্রুজ পেয়েছেন ১৫ দশমিক ৯০ শতাংশ ভোট।

এ রাজ্যে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন পেয়েছেন ৫৯ দশমিক ৭৫ শতাংশ ভোট।দলের অপর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৩৯ দশমিক ১৫ শতাংশ ভোট।

পেনসিলভানিয়া রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫৬ দশমিক ৭৮ শতাংশ। দলের অপর মনোনয়নপ্রত্যাশী জন ক্যাসিচ পেয়েছেন ২১ দশমিক ৫৯ শতাংশ এবং টেড ক্রুজ পেয়েছেন ১৯ দশমিক ৩৭ শতাংশ ভোট।

এ রাজ্যে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন পেয়েছেন ৫৫ দশমিক ৫৯ শতাংশ ভোট। দলের অপর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৩ দশমিক ৫৫ শতাংশ ভোট।

রোডে আইল্যান্ডে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬৩ দশমিক ৮৪ শতাংশ। দলের অপর মনোনয়নপ্রত্যাশী জন ক্যাসিচ পেয়েছেন ২৪ দশমিক ৪০ শতাংশ এবং টেড ক্রুজ পেয়েছেন ১০ দশমিক ৪৫ শতাংশ ভোট।

ডেমোক্র্যাট দলের বার্নি স্যান্ডার্স এ রাজ্যে পেয়েছেন ৫৫ দশমিক ০৩ শতাংশ ভোট।ভোট। দলের অপর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৩ দশমিক ২৯ শতাংশ ভোট।

কানেক্টিকাট রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৭৭ দশমিক ৭৫ শতাংশ। দলের অপর মনোনয়নপ্রত্যাশী জন ক্যাসিচ পেয়েছেন ২৮ দশমিক ৪৯ শতাংশ এবং টেড ক্রুজ পেয়েছেন ১১ দশমিক ৬৭ শতাংশ ভোট।

এ রাজ্যে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন পেয়েছেন ৫১ দশমিক ৪৮ শতাংশ ভোট।দলের অপর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৬ দশমিক ৭৫ শতাংশ ভোট।

সবগুলো রাজ্যে বিপুল ভোটে জয় পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তিনিই হচ্ছেন আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী।’

ট্রাম্পের মনোনয়ন নিয়ে দলের অপর দুই মনোনয়নপ্রত্যাশী জন ক্যাটিচ ও টেড ক্রুজ প্রবল বিরোধিতা করে আসছেন। সম্ভাব্য প্রার্থী মনোনয়নে ট্রাম্পকে মনোনয়ন না দিতে দলের নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা।

অন্যদিকে ৪ রাজ্যের বিপুল ব্যবধানে বিজয়ের পর ফিলাডেলফিয়ায় এক সমাবেশে হিলারি ক্লিনটন বলেছেন, আগামী দিনগুলোতে প্রচারণা আরো গতি পাবে। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের ক্ল্যান নিশ্চিত করা।’ তথ্য সূত্র বিবিসি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া