adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে সোমবার সব বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি

Razul14নিজস্ব প্রতিবেদক :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারসহ তিন দফা দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিন ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষকরা।
 
২৭ এপ্রিল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২ মে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালিত হবে।
 
কর্মসূচিরে মধ্যে রয়েছে- ২ মে সোমবার কর্মবিরতির পাশাপাশি মাথায় কালোব্যাজ ধারন ও ১ ঘণ্টার (১২টা থেকে ১টা) অবস্থান কর্মসূচি পালন, মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিবাদ কর্মসূচি, বুধবার বেলা ১১টায় ফেডারেশনের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে  স্মারকলিপি প্রদান।
 
বিজ্ঞপ্তিতে অধ্যাপক রেজাউল করিম হত্যার সুষ্ঠু তদন্ত, ধর্মান্ধ জঙ্গিবাদীগোষ্ঠীকর্তৃক মুক্তচিন্তার ধারক ও বাহকদের ওপর অব্যাহত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো  হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া