adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে সিম নিবন্ধের সময়

SIMডেস্ক রিপোর্ট : সিম নিবন্ধনের সময় বাড়ছে। নির্বাচন কমিশনও নড়ে উঠেছে। ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করার কথা। বিটিআরসির হিসেবে ২৪ এপ্রিল পর্যন্ত ৭ কোটি ৩৩ লাখ সিম সফলভাবে নিবন্ধিত হয়েছে। আঙুলের চাপ ও তথ্য না মেলায় ১ কোটির বেশি সিমের নিবন্ধন সফল হয়নি।

বর্তমান চালু সিম ১৩ কোটি ৮ লাখ। আঙুলের চাপ না মেলায় ৬২ লাখ ৮০ হাজার গ্রাহকের নিবন্ধন হয়নি। পরিচয়পত্র না পাওয়া যাওয়া ৩৪ লাখ ৯০ হাজার তথ্য মেলেনি। সার্ভার ত্রুটির কারণে ৩ লাখ ৯০ এবং আরো অন্যান্য কারণে ৪ লাখ ৩০ হাজার সিমের নিবন্ধন হয়নি।

অপারেটরাও নিবন্ধনের সীমা বাড়ানোর আবেদন করেছেন। ডাক ও টেলযোগাযোগ প্রতিমন্ত্রী তারান হালিম বলেছেন, সিম নিবন্ধনের সময়সীমা বাড়াতে জনগণের ইচ্ছাকেই বিবেচনায় নেয়া হবে। এ বিষয়ে বৃহষ্পতিবার বৈঠকে সিদ্ধান্ত হবে। সুত্র জানায়, এই বৈঠকেই সময়সীমা আরো এক মাস বাড়ানো হতে পারে। এদিকে যাদের আঙুলের চাপের সমস্যা তােেদও জন্য ঢাকার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ছাড়াও জেলা উপজেলা নির্বাচনের কার্যালের নিবন্ধের ব্যবস্থা চালুু করছে নির্বাচন কমিশন।

২৭ এপ্রিল বুধবার মাঠ পর্যায়ের নির্বাচন কার্যায়গুলোতে এ সংক্রান্ত সেবার জরুরী নির্দেশ দেয়া হয়েছে। যাদের আঙুলের চাপের সমস্যা রয়েছে তারা সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আঙুলের চাপ হালনাগাদে সিম নিবন্ধন করতে পারবেন। গত আড়াই বছওে যারা ভোটার হয়েছেন তাদেরহাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। এতে সিম নিবন্ধনে তারাও বিপাকে পড়েছেন।

পূর্ব পস্চিম বিডি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া