adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা হুমকিতে বাতিল সালাউদ্দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান

salauddin_110872_0ক্রীড়া প্রতিবেদক, ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন সামনে রেখে আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে হওয়ার কথা ছিল সালাউদ্দিন পন্থীদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। কিন্তু নিরাপত্তা হুমকির কারণে বাতিল করা হয়েছে সেই অনুষ্ঠান।

হোটেল কর্তৃপক্ষ হঠাৎই জানিয়ে দেয়, তারা এই অনুষ্ঠানের জন্য নিরাপত্তা দিতে পারবে না। নির্বাচনের দুই দিন এমন ঘটনায় উষ্মা প্রকাশ করে বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন,‘ আমরা সবসময়ই ওখানে প্রোগ্রাম করে আসছি। আজ সন্ধ্যায় সেখানে প্যানেল পরিচিত অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে আকস্মিকভাবে জানায়, তাদের উপর চাপ রয়েছে, তারা এই অনুষ্ঠানের জন্য নিরাপত্তা দিতে অপারগ।’

 জেলা ও বিভাগীয় ভোটারদের ঢাকায় এসে ভোট না দেওয়ার জন্যও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সালাউদ্দিন বলেন,‘ ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। বেশ ক’য়েকজন ভোটার আমার কাছে অভিযোগ করেছে। নির্বাচন নিয়ে নোংরা খেলা চলছে। মিডিয়ার কল্যাণে এগুলো ফিফা ও এএফসি জানছে।এএফসি প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন।এএফসি জেনারেল সেক্রেটারির সঙ্গে আমার বেশ ক’য়েকবার কথা হয়েছে। তারা এখানকার নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।’

 তাকেও বেশ ক’য়েকবার নানাভাবে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে সালাউদ্দিন বলেন,‘ আমাকে বেশ ক’য়েকবার এসএমএস’র মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। চট্রগ্রাম সফর করার সময় আমাকে হুমকি দিয়ে বলা হয়েছে, আপনি সাবধানে চলবেন।’ তারপরেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানান তিনি। বলেন,‘ আমি নির্বাচনে আছি। কিন্তু সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই। নিরাপত্তার কারণে নির্বাচন ভেন্যু বাফুফে ভবন থেকে রেডিসনে নিয়ে যাওয়া হয়েছে। জানিনা সেখানে কি হয়। আমি শঙ্কিত।’

উল্লেখ্য, বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের বিপরীতে লড়ছে সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের ‘ ফুটবল বাচাও’ জোট।অভিযোগ রয়েছে এই জোটের পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন শেখ জামাল ক্রীড়া চক্রের সভাপিত মঞ্জুর কাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া