adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮ বছর পর বিসিবি অ্যাওয়ার্ড নাইট আলোর মুখ দেখবে

Banglaজহির ভূইয়া ঃ ২২ গজরে উইকটেে ব্যাটে বলে ভালো খেলার স্বীকৃতি সব ক্রকিটোরই চায়। বাংলাদশে ক্রকিটেে ক্রিকেটারদের ভাল খলোর পুরস্কৃত করার একটা রীতি বজায় ছলি। কন্তিু  ২০০৭ সালরে পর থকেে বসিবিি থকেে ক্রকিটোররা সে স্বীকৃতটিা আর পাচ্ছে না। অ্যাওয়ার্ড নাইট খ্যাত আয়োজনেরে মধ্যে দয়িে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পরফরমারদের অ্যাওয়ার্ড দয়িে আসছলি বসিবি।ি ৮ বছর পর আবার আলোর মুখ দখেতে যাচ্ছে অ্যাওয়ার্ড নাইট। জানয়িছেনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সঙ্গে বষিংটি নশ্চিতি করনে বসিবিি সভাপতি নাজমুল হাসান পাপন।

২০০৬-০৭ মৌসুমের পর এই অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানটি আলোর মুখ দখেনে।ি দীর্ঘ বিরতির পর এবার আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ড নাইট। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নশ্চিতি করছেনে। 

জালাল ইউনুস বলেন, ‘অ্যাওয়ার্ড নাইট অনেক দিন ধরে হচ্ছে না। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে যারা ভালো করেছে, বিভিন্ন সময়ে ভালো করেছে তাদেরকে এ বছর পুরস্কৃত করা হবে। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৬-০৭ এর পর অ্যাওয়ার্ড নাইট বন্ধ আছে।’

তনিি আরও বলনে,‘ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন ও রানার আপ দলরাও ২০০৮ এরপর ট্রফি বুঝে পায়নি। সেগুলোও এবার বুঝিয়ে দেয়া হবে। জালাল ইউনুস বলেন, ‘২০০৮ সালের পর থেকে আমরা রানারআপ ও চ্যাম্পিয়ন ট্রফি দিতে পারিনি। সিসিডিএম এবার সিদ্ধান্ত নিয়েছে এই লিগ শেষ হওয়ার পর এ বছরসহ যেসব ট্রফি দেওয়া বাকি আছে সেসব ট্রফি একটি অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া