adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১ পয়েন্ট পেলেই খুশি কোচ মানিক আর কোচ মুর্থি-র চাই ৩ পয়েন্ট

1 (1)ক্রীড়া প্রতিবেদক ঃ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ট্যাস্পাইন রোভাস। ট্যাম্পাইন রোভার্স কোচ সুন্দ্রাম মুর্থি ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে চান। এ ঘোষনা আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দিয়ে দিলেন। শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক বললেন, ঘরের মাঠে মান বাঁচিয়ে এক পয়েন্ট পেলেই খুশি থাকবেন তিনি এবং তার দল!
মামুনুল ইসলামসহ জাতীয় ফুটবল দলের তারকা আট ফুটবলার হারানোর পর এখনও নিজেদের ঘর শতভাগ গুছিয়ে উঠতে পারেননি ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেভ জামাল বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দল। কিন্তু  এএফসি কাপের মূল পর্বে এসে পথ হারিয়েছে সেই শুরু থেকে। টানা চার হারে সেরা চারে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে গেছে আগেই। এখন শুধু মান বাঁচানোর মিশন। সে স্বপ্নটাও কঠিন হয়ে পড়েছে ইনজুরির কারনে। 
নির্ভরযোগ্য তিন ফরোয়ার্ডের মধ্যে দুই জন এমেকা ডারলিংটন ও ওয়েডসেন আনসেলমে স্বাধীনতা কাপে ইনজুরিতে আক্রান্ত।  সেলানগোর এফএর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় এ ম্যাচে নেই রক্ষণভাগের ভরসা ইয়াসিন খান। মাঝ মাঠের ভরসা জামাল ভূইয়াকে পাওয়ার আশাও নেই। দাপটের সঙ্গে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠলেও দলের বর্তমান অসহায়ত্ব ফুটে ওঠেছে দলের কোচ মানিকের কণ্ঠে।
মানিক বলেন,‘বাস্তবতার আলোকে কিছু কথা বলতেই হয়, আমাদের এএফসি কাপে অনেক স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ দরকার ছিল সেগুলো করতে পারেনি। খেলোয়াড় সংকট, চোট আছে। যে খেলোয়াড়দের নিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল, তারা এ মুহূর্তে অন্য ক্লাবের ক্যাম্পে আছে। এ কারণে আমরা পর্যাপ্ত খেলোয়াড় পাইনি। মালয়েশিয়াতে আমি ১৪ জন প্লেয়ার নিয়ে গেছি। কালকের ম্যাচেও একই দশা।’

প্রচন্ড ক্ষোভ মেশানো কণ্ঠে মানিক আরও জানালেন,‘মাত্র দশ জন নিয়ে গত রোববার অনুশীলন করেছি। আমি এখনও জানি না ক’জন খেলোয়াড় পাব। বিকেলে যদি আরও দু-একজন আসে তাহলে আমি ফরমেশন অনুযায়ী ১১ জন করতে পারব। এই প্রেক্ষিতে বলছি, ম্যাচটা কঠিন। তারা চ্যাম্পিয়ন্সশিপের লড়াইয়ে আছে, আমরা নেই।’

সিঙ্গাপুরের ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন ট্যাম্পাইনের মাঠে এএফসি কাপের প্রথম লেগে ৪-০ ব্যবধানে হেরেছিল শেখ জামাল। ঘরের মাঠে সেই হারের পুনরাবৃত্তি চায় না শেখ জামাল। সে কারনেই আবাহনী লিমিটের কাছে ফরোয়ার্ড জুয়েল রানা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে মিডফিল্ডার মোনায়েম খান রাজুকে ‘ধার’ চেয়েছেন কোচ মানিক।বলেন,‘তপু বর্মন আছে। জুয়েল ও রাজুর রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিলাম আমরা। এ দুজনকে তাদের ক্লাবের কাছে চেয়েছি। রাজু চোটে থাকায় এতদিন ডাকিনি। কিন্তু সে স্বাধীনতা কাপে সর্বশেষ ম্যাচে খেলেছে। আমরা আশাবাদী কালকের ম্যাচে এদের পাব।’

এত সমস্যা নিয়ে জয়ের স্বপ্নই দেখছেন না মানিক। ‘আমি এক পয়েন্ট পেলে খুব খুশি হবো। তবে নির্দিষ্ট দিনে খেলোয়াড়দের পারফরম্যান্সই মূখ্য। তারপরও আমি আশা করি, ছেলেরা চেষ্টা করবে।’
সেরা একাদশ সাজানো নিয়ে যেখানে কোচ মানিকের সামনে কঠিন মিশন, তখন উল্টো মেরুতে ট্যাম্পাইন অবস্থানে বসে কোচ মুর্থি। ইনজুরির সমস্যা নেই বলেই চলে। সম্ভাব্য সেরা যোদ্ধাদের নিয়ে বাংলাদেশের আসার কথা ঘোষনা দিলেন। অতিথি দলের কোচ বলেন,‘‘সিঙ্গাপুরে তাদের প্রথম ম্যাচে দেখেছিলাম টুর্নামেন্টের শুরুতে তারা খুব প্রস্তুত ছিল না। এর সপ্তাহ দুয়েক পর দেখলাম, তারা অনেক ভালো খেলছে। উন্নতি করেছে। এটা সহজ ম্যাচ হতে যাচ্ছে না। ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিন পয়েন্ট চাই আমরা।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া