adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খুনের পর খুনিরা ‘আল্লাহু আকবার’ বলতে বলতে চলে যায়

Kolla_baganনিজস্ব প্রতিবেদক : কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয়ে পার্সেল দেয়ার কথা বলে জুলহাজ মান্নানের বাসায় ঢুকেছিল দুর্বৃত্তরা। এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দু’জনকে কুপিয়ে ও গুলি করে তাকে ও তার এক বন্ধুকে হত্যা করা হয়। পরে ‘আল্লাহু আকবার’ বলতে বলতে তারা চলে যায় বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী একজন। 

উত্তর ধানমণ্ডির লেক সার্কাসের ৩৫/এ আছিয়া নিবাসের ছয়তলা ওই ভবনের দোতলার ফ্ল্যাটে জুলহাজ তার মা ও এক গৃহকর্মীকে নিয়ে থাকতেন। বন্ধু মাহমুব রাব্বী তনয় এসেছিলেন বেড়াতে। তিনি ছিলেন একজন নাট্যকর্মী। 

আর জুলহাজ মান্নান ছিলেন বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন ‘রূপবান’ এর সম্পাদকীয় বোর্ডের সদস্য এবং মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। 

ঘটনার বর্ণনা দিয়ে ওই বাসার নিরপত্তাকর্মী পারভেজ বলেন, ‘বিকেলের দিকে কয়েকজন আমাকে এসে কুরিয়ার সার্ভিসের কর্মী হিসেবে পরিচয় দেয়। তারা জুলহাজ স্যারকে একটি পার্সেল দিতে চায় বলে জানায়। আমি তখন তাদেরকে অনুমতি দেই।’ 

পারভেজ বলেন, ‘ওদের পিছন পিছন আমিও দোতলায় যাই। তারা দরজা নক করলে জুলহাজ স্যার প্রথমে দরজা খোলেন। তবে তাদের দেখে আবারও দরজা বন্ধ করে দেয়ার চেষ্টা করেন। তখন খুনিরা জোর করে বাসায় ঢুকতে চায়। আমি তখন তাদের বলি- আপনারা চলে যান। আর এ কথা বলার পরই তাদের একজন আমাকে আঘাত করে।’

পরে খুনিরা বাসায় ঢুকে জুলহাজ ও বন্ধু তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এসময় পারভেজের চিতকারে ও গুলির শব্দে কিছু মানুষ এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় খুনিরা। যাওয়ার সময় তারা ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দিচ্ছিল। 

এদিকে এগিয়ে আসা পুলিশ সদস্যও দুর্বৃত্তদের চাপাতির আঘাতে আহত হয়েছেন। ২৫ এপ্রিল সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘এটিকে টার্গেট কিলিং বলেই মনে হচ্ছে। জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে কি না এখনই বলা যাচ্ছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

তিনি জানান, এই হত্যাকাণ্ডে মূলত চাপাতি ব্যবহার করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ঘাতকরা গুলি করেছে। ঘটনার সময় পাশেই অবস্থানরত এএসআই মমতাজ হোসেন এগিয়ে এলে তার উপরও চাপাতি দিয়ে হামলা করা হয়। তিনি এখন গ্রিন লাইফ হসপিটালে চিকিৎসাধীন।

ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘এটা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মোটিভ না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’

জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যার নিন্দা জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত স্ট্রিফেন ব্লুম বার্নিকাট। সোমবার রাতে তিনি দূতাবাসের ফেসবুক পাতায় তাতক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘সন্ধ্যায় জুলহাজ মান্নান এবং আরেক বাংলাদেশি যুবককে নির্মম খুনের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। মার্কিন দূতাবাসে আমাদের যারা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলেন তাদের কাছে জুলহাজ এক সহকর্মীর চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন আমাদের প্রিয় বন্ধু।’

‘এই ঘটনায় জুলহাজ এবং অন্যান্য যারা হতাহত হয়েছেন তাদের জন্য আমাদের প্রার্থনা। আমরা এই হৃদয়হীন সহিংসতার কঠোর নিন্দা জানাই এবং এসব হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদের দ্রুত গ্রেপ্তারে বাংলাদেশ সরকারে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’ বললেন বার্নিকাট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া