adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা আবাহনী কোনক্রমের জয় দিয়ে সেমিতে

photo 2জহির ভূইয়া ঃ স্বাধীনতা কাপের সেমিতে খেলতে হলে আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয় পেতেই হবে এমন কঠিন সমীকরণে মাঠে নেমেছিল ঢাকা আবাহনী। ৪ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করা আবাহনী আজ ড্র করলে সেমিতে যেতে গোল সংখ্যার ব্যবধানের জন্য অপেক্ষা করতে হত। শেষ অবদি তা করতে হয়নি ঢাকার আবাহনীকে। প্রতিপক্ষ শেখ রাসেল ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিতে আগেই নাম তুলে রেখেছিল। এমন ম্যাচে রাসেলের হারাবার কিছু ছিল না। পাবার ছিল আবাহনীর। জুয়েল রানার একমাত্র গোলে ঢাকা আবাহনী সেমিফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয়ার্ধে শাহেদের বদলি হিসেবে নামেন জুয়েল রানা। ৭১ মিনিটে সেনেগালিজ ফরোয়ার্ড কামারা সারবার পাসে রাসেলের ডিফেন্স পরাস্ত হয়। 

জুয়েল গতি দিয়ে ডিফেন্ডারদের পেছন ফেলে রাসেলের জালে বল পাঠায়। শেখ রাসেল এক ম্যাচ হাতে রাখতেই গ্রুপ সেরা হয়েছিল। তাই এই ম্যাচটি ছিল রাসেলের জন্য নিয়ম রক্ষার। অন্য দিকে শেষ চারে যেতে হলে আবাহনীর এক পয়েন্ট দরকার ছিল।

কেএফসি স্বাধীনতা কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খানিকটা নিরুত্তাপহীনই ছিল। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যে আহত হয়ে মাঠ ছাড়েন রাসেলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। রাসেলের ইথিওপিয়িান স্ট্রাইকার ফিকরু টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করলেও এর পর অনেকটাই নিষ্প্রভ। ঢাকা আবাহনী রহমতগঞ্জের বিপক্ষে ড্র করলেও গতকাল ইংলিশ ফরোয়ার্ড লী টাক ফেরায় বাড়তি উদ্দীপনা ছিল আবাহনীর। লি টাক আবাহনীর আক্রমণের মূলে ছিলেন। 

রাসেলের জাতীয় দলের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। বিশেষ করে ৪০ মিনিটে ফয়সাল মাহমুদের ক্রস কামারা সাররার প্লেসিং লিটন অসাধারণভাবে ফিস্ট করেন। ৪৫ মিনিটে একেবারে বক্সের উপরে ফ্রি কিক পায় শেখ রাসেল। এত সুন্দর জায়গায় ফ্রি কিক পেয়েও গোল করতে পারেননি সাখাওয়াত রনি।

আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ মামিচ বাংলাদেশে এসে দ্বিতীয় ম্যাচে জয় পেলেন। শেখ জামালের এএফসি কাপের ম্যাচ ও বাফুফে নির্বাচন উপলক্ষ্যে স্বাধীনতা কাপের সেমিফাইনাল দশ বিরতি দিয়ে হচ্ছে। সিঙ্গাপুরের দল ট্যাম্পাইন্স রোভার্স আজ বাংলাদেশে আসছে। ২৬ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে খেলবে। টানা চার হারে ইতোমধ্যে শেখ জামাল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছ। অ্যাওয়ে ম্যাচ শেখ জামাল ০-৪ গোলে হেরেছিল ট্যাম্পাইন্সের বিপক্ষে।
 
স্বাধীনতা কাপের সেমিফাইনালের লাইন আপ:
৩ এপ্রিল শেখ জামাল: ঢাকা আবাহনী
৪ এপ্রিল চট্টগ্রাম আবাহনী:শেখ রাসেল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া