অনু-১৪ মহিলা ফুটবল দল তাজিকিস্তানে প্রথম অনুশীলন
জহির ভূইয়া ঃ ২০১৫ সালে অনু-১৪ মহিলা রিজিওনাল চাম্পিয়নশীপে শিরোপা জেতা বাংলাদেশ অনু-১৪ মহিলা ফুটবল দল এখন তাজাকিস্তানে। ২০১৬ সালের আসর তাজিকিস্তানে অনুষ্ঠিত হবে। ২৩ সদস্যের অনু-১৪ মহিলা ফুটবল তাজিকিস্তানের উদ্দেশ্যে একদিন আগেই দেশত্যাগ করেছে। আর আজ প্রথম বার সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ছোট্ট মেয়েদের ফুটবল দলটি অনুশীলনে নেমেছিল। বাফুফের অফিসিয়াল ই-মেইলে সে তথ্যই দেয়া হয়েছে।
৩০ লাখ টাকা বাজেটে অনু-১৪ মহিলা ফুটবল দলের তাজিকিস্তান সফর প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ২৬ এপ্রিল আর গত আসরের রানাআপ দল নেপালের বিপক্ষে খেলবে ২৮ এপ্রিল।
উল্লেখ্য, বিকেএসপিতে অনু-১৪ ফুটবল দলটি ৩টি অনুশীলন ম্যাচ খেলে ২টিতে জিতেছে। প্রথমটিতে ৪-১ আর পরের টিতে ৫-০ গোলের ব্যবধানে। এর পর যাবার কিছু দিন আগে টাংগাইলে একটি প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল।
গত আসরে নেপালকে ১-০ গোলে জয় এবং ভারতের বিপক্ষে ড্র করেছিল দল। এবং ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র ছাড়াও এবারের আসরের স্বাগতিক দল তাজাকিস্তানের বিপক্ষে ২০১৩ সালে ২-২গোলে ড্র করেছি। আমরা ইনশাল্লাহ পারব যাবার আগে ঘোষনা দিয়ে গেছেন অধিনায়ক মারজিয়া।’