adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ব্যাংকে লুটপাট হলে দেশ মধ্যম আয়ের হবে না’

gol-tabil_110241নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকার ঘোষণা দিয়েছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু এভাবে ব্যাংক লুটের ঘটনা ঘটলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছাতে পারবে না।

২২ এপ্রিল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও আমাদের সংস্কৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ব্যাংক লুটের কথা তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, “ব্যাংকিং খাতে ৩০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। শেয়ারবাজার কেলেঙ্কারি, হলমার্ক দুর্নীতি, বিসমিল্লা গ্রুপের দুর্নীতি, রিজার্ভ চুরিতে বাংলাদেশের অর্থনীতি আজ অসহায় হয়ে পড়েছে।”

বাংলাদেশেই প্রথম গণতন্ত্রের উৎপত্তি দাবি করে সাবেক এই সেনাপ্রধান বলেন, “পাল বংশই প্রথম গণতন্ত্রের জন্ম দেয়। গণতন্ত্রের সূত্রপাত বাংলাদেশেই প্রথম হয়েছে। নির্বাচনের মাধ্যমে পাল বংশই ক্ষমতায় অধিষ্ঠিত হয়।”  

তিনি বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। গণতন্ত্রের পূর্ণরূপ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়া।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে সব জাতিকে জিয়াউর রহমানই একত্রিত করেছেন। সভ্যতাকে নতুনভাবে বিকশিত করেছেন তিনি। গোটা উপমহাদেশের সভ্যতা বিকাশের প্রতীক জিয়া।”

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, “কিছু দিন আগে মহাধুমধামে আমরা পয়লা বৈশাখ পালন করেছি, এটাই আমাদের সংস্কৃতি। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে বাংলাদেশের উৎপত্তি। বাংলাদেশ অর্জন এটি অনেক বড় বিষয়। এই বাংলাদেশের গান, ভাষা কৃষ্টি-কালচার বিশ্বের সভ্যতাকে অনেক সমৃদ্ধ করেছে।”

ইলেকশনে পেশীশক্তির প্রভাব আছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, “ইলেকশনের নামে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। কিন্তু ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নিচ্ছে না। ইলেকশনে যত প্রাণ যাচ্ছে যত ঘটনা ঘটছে এর সব দায়দায়িত্ব ইলেকশন কমিশনকেই নিতে হবে।”

গোলটেবিল বৈঠকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চৌধুরী, হুমায়ুন কবির বেপারী প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া