adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরের এসপি ও দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ

election_comissionনিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে গাজীপুরে এক প্রার্থীকে কুপিয়ে হত্যার পর জেলার পুলিশ সুপার (এসপি), কাপাসিয়া ও শ্রীপুর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত একটি নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও পুলিশের মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে।
 
কমিশন সূত্রে থেকে জানা গেছে, নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা ইসি সচিবালয়কে জানাতে বলা হয়েছে।
 
সূত্র আরো জানিয়েছে, গাজীপুরের শ্রীপুরে এক প্রার্থীকে কুপিয়ে হত্যার পর সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সেখানকার এসপি হারুন অর রশিদ, কাপাসিয়া থানার ওসি মীর রকিবুল হক ও শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামানকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর নির্দেশনা পাঠায় ইসি। সেই সঙ্গে সেখানে উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্যও বলা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া