adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভী বললেন – নির্বাচনী এলাকায় একাত্তরের পরিস্থিতি বিরাজ করছে

2015_12_09_16_33_10_U9qqYjDrsa7txlxuHpxBldqJektroC_originalনিজস্ব প্রতিবেদক : প্রথম ও দ্বিতীয় ধাপের মতো আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যাপক ভোট ডাকাতির আশঙ্কা প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি তাণ্ডবে নির্বাচনী এলাকাগুলোতে এখন একাত্তরের পরিস্থিতি বিরাজ করছে।’

২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের ভয়ঙ্কর তাণ্ডবে গ্রামীণ জনপদ বিরান ভূমিতে পরিণত হয়েছে। ভোটাররা দুর্বিষহ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ মিলে যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করেছেন তাতে মনে হয়, নির্বাচনী এলাকাগুলোতে একাত্তরের পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচনে মানুষ ভোট দেয়া দূরে থাক, তারা প্রাণ নিয়ে এলাকায় থাকতে পারবে কিনা- সে আতঙ্কে নিদ্রাহীন প্রহর গুণছে।’

নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসির বিষয়ে আর কিছু না বলাই ভালো। কারণ, অপরাধিদের কোনো বিবেক ও মানবতাবোধ থাকে না। অপরাধিরা আইনের তোয়াক্কা করে না। ডাকাতির মাল সর্দারের কাছে পৌঁছে ভাগ বাটোয়ারা করে। নির্বাচন কমিশনের উচ্চপদস্থ পদাধিকারীরা কমিশনকে দস্যুবৃত্তির আস্তানায় পরিণত করেছে। এরা মানষের ভোটাধিকারকে লুট করেছে। তারা জনগণের ম্যান্ডেটহীন সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীদেরকে বিজয়ী করে দস্যুদলের সর্দার এই ভোটারবিহীন সরকারকে তা উপহার দিচ্ছে।’

এ প্রসঙ্গে রিজভী আরো বলেন, ‘ভোট ডাকাতি ও জালভোটের মহোৎসবের মাধ্যমে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে দস্যুদলের ন্যায় নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করায় রকিব উদ্দিনের কমিশনকে পুরো জাতি ধিক্কার ও ঘৃণা জানাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ এবং নির্বাচনী সহিংসতায় প্রাণহানির জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ও তার কমিশনাররা ইতিহাসে অপরাধী হিসেবেই বিবেচিত হবেন। কারণ, প্রাণহানি ঠেকাতে কমিশন কোনো ব্যবস্থা তো গ্রহণ করেইনি, বরং উল্টো সরকারি রক্তাক্ত আক্রমণকেই আশকারা দিয়েছে।’

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রথম ও দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের পর এখন পর্যন্ত ৫০ এর অধিক ব্যক্তি নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এই হত্যাকাণ্ড ও তাণ্ডবের জন্য জনগণ তাদের কোনোদিন ক্ষমা করবে না। সেদিন আর বেশি দূরে নয় যেদিন তাদের জনতার আদালতে বিচার হবেই।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, তরিকুল ইসলাম টিটু, যুগ্ম-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া