adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ কোটি পেলে-তো আমার মহিলা ফুটবল আকাশে উড়ত 

Mafuja Kironজহির ভূইয়া ঃ বাফুফের নির্বাচন ‘বাঁচাও ফুটবল’ ব্যানারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের বার বার অভিযোগ করে চলেছেন। বিশেষ করে মহিলা ফুটবল কমিটিকে ১৪ কোটি টাকা দেয়া হয়েছে এমন বক্তব্য প্রকাশ্যেই দিয়েছেন। সত্যিই ১৪ কোটি টাকা মহিলা ফুটবল কমিটিকে দেয়া হয়েছে? এ প্রশ্নের জবাব আজ জানতে চাওয়া হয় অনু-১৪ মহিলা ফুটবল দলের তাজিকিস্তান যাবার ঘোষনার সংবাদ সম্মেলনে।


মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন-কে ১৪ কোটি টাকার প্রশ্নটি করা হলে তিনি হেসে ফেলেন। মেয়েদের ফুটবল সফরের সংবাদ সম্মেলনে কিরন সাংবাদিকদের বলেন,‘আমি অনেক বার শুনে ফেলেছি ১৪ কোটি টাকার কথা। আমার জানা নেই ১৪ কোটি টাকার বিষয়টি। বাফুফে-কে প্রশ্ন করুন আপনারা? আমাদের অডিট রিপোর্টের তথ্য গুলো দেখলেই তো হয়! ফিফা তো অডিট করে রিপোর্ট দিয়ে গেছে। সেটা তো সদস্যদের হাতে আছে। আমাকে না-কি একটি চেকেই ১৪ কোটি টাকা দেয়া হয়েছে। অথচ ৪ কোটি টাকাও খরচ হয়নি। ১৪ কোটি টাকা পেলেও তো আমার মহিলা ফুটবল আকাশে উড়ত। মহিলা ফুটবল আজ এসএ গেমসে অংশ নিত, এএফসি-তে খেলতে যেত। একটি লেভেলে চলে যেত এদেশের মহিলা ফুটবল।’


তাহলে মহিলা ফুটবলের জন্য গত ৪ বছরে কত টাকা ব্যয় হয়েছে? এমন প্রশ্নের জবাবটি দিলেন পাশে বসা বাফুফের সাধারন সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি সাংবাদিকদের বলেন,‘আসলে বিষয়টি যে রকম করে বলা হচ্ছে সে রকম নয়। অডিট রিপোর্টে সব উল্লেখ্য আছে। পুরো চিত্রটি যদি আপনারা বুঝতে চান তাহলে আমার রুমে আসুন আমি সব পরিস্কার করে বলেদিচ্ছি।মহিলা ফুটবলে ১৪ কোটি টাকা ব্যয় হবে কোথা থেকে!’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া