adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিন ভর গুজব আর নাটক শেষে সালাউদ্দিন আর সালাম মুর্শেদী এক মঞ্চে ঐক্যে ঘোষনা

Photo 1জহির ভূইয়া ঃ বাফুফে ভবন দিন ভর নাটকীয়তা আর গুজবে ছিল ভরপুর। ৩০ এপ্রিল নির্বাচনের আগে আজ ছিল নাম প্রত্যাহারের শেষ দিন। সিনিয়র সহ-সভাপতি পদে ৩ প্রাথী  মনজুর কাদের,  লোকমান হোসেন ভূইয়া ও দেওয়ান শফিউল আরেফিন টুটুল নাম প্রত্যাহারের ঘটনায় নাটকীয়তার সূত্রপাত ঘটে। এতে সিনিয়র সহ-সভাপতি পদে সালাম মুর্শেদী বিনা ভোটেই পাস করে গেছেন। গুজব রটে আপোষ রফা চলছে সরকার সমর্থীত দুই প্যানেলের মধ্যে। সব টার্গেট গিয়ে পড়েছে বিনা ভোটে পাস করা সালাম মুর্শের্দীর দিকে। তবে সব গুজব পেছনে ফেলে সালাউদ্দিন আর সালাম এক মঞ্চে দাঁড়ালেন। ঐক্যের ঘোষনা দিলেন।
সন্ধ্যায় যখন নির্বাচন কমিশনার ১১টি নাম প্রত্যাহারের ঘোষনা দিচ্ছেন তখন বাফুফে সভাপতি সালাউদ্দিনের রুমে টপ লেভেলের বৈঠক চলছে। ভেতরে যে কারও প্রবেশ নিষেধ। সরকারী মহল থেকেও না-কি প্রচন্ড চাপ আসছে।
এতো সবের মধ্যে দিয়েই গুজব রটে গেছে মনজুর কাদের, লোকমান হোসেন ভূইয়া ও দেওয়ান শফিউল আরেফিন টুটুল নাম প্রত্যাহার করেছেন বিনিময়ে। বাঁচাও ফুটবল ব্যানারের প্যানেল থেকে সহ-সভাপতি পদে নমিনেশন পেপার জমা দেয়া ৪ জনের মধ্যে লোকমান হোসেন ভূইয়া নাম প্রত্যাহার করেছেন। বাকী ৩ জনের মধ্যে আশরাফ উদ্দিন আহমেদ চুন্ন ও নজিব আহমেদকে কাজী সালাউদ্দিনের প্যানেল আপোষ রফার মাধ্যমে মেনে নিতে বাধ্য করা হয়েছে সরকারের উচ্চ মহল। সালাউদ্দিন প্যানেলে না-কি সহ-সভাপতি পদে থাকছে নাবিল আহমেদ এমপি ও সামশুল হক চৌধুরী এমপি। বাদয় রায় বাতিলের তালিকায় পড়ে গেছেন।
রাতে সব গুজব উড়িয়ে দিলেন কাজী সালাউদ্দিন ও বিনা ভোটে পাস করা সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। অনেক গুজবে পর বাফুফের দুই তারকা সংগঠক মিডিয়ার সামনে এলেন। এক মঞ্চে দাঁড়িয়ে ঐক্যের ঘোষনা দিলেন। সাংবাদিক সম্মেলনে অনেক প্রশ্নের জবাব দিতে হল দুই জনকেই। সালাম মুর্শেদী বলেন,‘আমরা কাজী সালাউদ্দিনের প্যানেলে ঐক্যবদ্ধ আছি এবং থাকব। এ মিশনেই আমরা কাজ করছি। বাজারে কিছু গুবজ রয়েছে। কিন্তু আমি বলব এসবই গুজব আমরা ঐক্যবদ্ধ আছি।’
আসলে গুজবটা কি? সালাম মুর্শেদীর কাছে জানতে চাওয়া হলে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। বলেন,‘আমাকে তিন প্রার্থী ছাড় দিয়েছে। এর জন্য বিনিময় হচ্ছে। এসব অনেক গুজব বাজারে রটেছে। এসব সত্য নয়।’ তাহলে কি আপনাদের প্যানেলের সকলেই নির্বাচন করছেন? সালাম মুর্শেদী বলেন,‘অবশ্যই নির্বাচন করছে। এর কোন বিকল্প নেই।’
এরপরই কাজী সালাউদ্দিন সালাম মুর্শেদীর সঙ্গে সংবাদ সম্মেলনে যোগ দিলেন। এবং কাজী সালাউদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,‘আমার ঐক্যবদ্ধ ছিলাম এবং আছি। এতে কোন দ্বিতীয় প্রসঙ্গের সুযোগ নেই। সালাম মুর্শেদী বিনা ভোটে পাস করায় তার উপর চাপ আসছে। এ নিয়ে কথা শুনছি। এসব সত্য নয়। আর আমার উপর কোন চাপ নেই। তাছাড়া সহ-সভাপতি পদে ছাড় দেবার যে গুজব রটেছে তেমন কোন পরিস্থিতিও আসেনি।’
আপনার উপর সরকারী উচ্চ মহলের কোন চাপ কি আছে? সালাউদ্দিন বলেন,‘আমার উপর কোন মহলেরই চাপ নেই। এখন পর্যন্ত এ নিয়ে আমাকে কেউ কিছু বলেনি।’ প্রধানমন্ত্রীর সঙ্গে কি আপনি নির্বাচন নিয়ে আলোচনা করবেন? জবাবে সালাউদ্দিন বলেন,‘প্রয়োজন হলেও তো আলোচনা করতেই হবে।’ 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া