adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনু-১৪ মহিলা ফুটবল যাচ্ছে তাজিকিস্তান

Photo of Press Conference AFC U-14 Girls Championship 2016 Tajikistan1aaজহির ভূইয়া ঃ ২০১৫ সালে অনু-১৪ মহিলা রিজিওনাল চাম্পিয়নশীপে বাংলাদেশ অনু-১৪ মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন। এবার ২০১৬ সালের আসর তাজিকিস্তানে অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল ২৩ সদস্যের অনু-১৪ মহিলা ফুটবল তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশত্যাগ করবে। আজ এ ঘোষনা দিতে বাফুফে ভবনে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে মহিলা ফুটবল কমিটি।
বিকেলে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মহিলা ফুটবলের ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন, প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক মারজিয়া ও বাফুফের সাধারন সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত হন।
৩০ লাখ টাকা বাজেটে অনু-১৪ মহিলা ফুটবল দলের তাজিকিস্তান সফর প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরন বলেন,‘আমাদের এই অনু-১৪ মহিলা দলটি ২০১৫ সালে নেপালে রিজিওনাল চাম্পিয়নশীপে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর সেবার ভারতের বিপক্ষে ড্র করেছিল। সে দলের ৮ জন এবার আছে। আর নতুন করে নেয়া হয়েছে ১০ জনকে। মাত্র ১ মাসের অনুশীলন, তাপরও বলছি আশা করছি খারাপ করবে না। তবে তাজিকিস্তানে যে পরিমান শীত সেটা নিয়েই শঙ্কা। যদি মেয়েরা প্রচন্ড শীতে কাবু না হয়ে পড়ে তাহলে ইনশাল্লাহ খারাপ করবে না। ফাইট করবে দল।’
প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,‘বিকেএসপিতে আমরা ৬৭ জনে মেয়ে নিয়ে অনুশীলন শুর করিছ। সেখানে থেকে ১৮ জন বাছাই করেছি। ৮ জন পুরাতন, যারা গত আসরে খেলেছে। তবে যারা নতুন তারা আগের মেয়েদের চেয়ে টেকনিক্যাল দিকে আরও উন্নত।’
এতো বড় একটি টুর্নামেন্টর আগে প্রস্তুতি কতটুকু? জানদে চাইলে প্রধান কোচ জবাবে বলেন,‘বিকেএসপিতে আমার ৩টি অনুশীলন ম্যাচ খেলে ২টিতে জিতেছি। প্রথমটিতে ৪-১ আর পরের টিতে ৫-০ গোলে জিতেছে মেয়েরা। কয়েক আগেই টাংগাইলে একটি প্রস্তুতি ম্যাচে আমরা ১-০ গোলে জিতেছি। আশা করছি যে অবস্থায় আছে মেয়েরা তাতে খারাপ হবে না।’
শেষ দিকে অধিনায়ক মারজিয়া দোয়া চাইলেন। বলেন,‘আমরা আশাবাদী। গত আসরে নেপালকে ১-০ গোলে হারিয়েছিল এবং ভারতের বিপক্ষে ড্র করি। এবং ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করি। আর ২০১৩ সালে তাজিকিস্তানের বিপক্ষে ২-২গোলে ড্র করেছি। আমরা ইনশাল্লাহ পারব।’

অনু-১৪ মহিলা ফুটবল দল
মারজিয়া (অধিনায়ক), তাসলিমা,  মাহমুদা আক্তার, রূপনা চাকমা, শামসুন নাহার,  নাজমা, আনাজ মগিনি, নিলুফা ইয়াসমিন নীলা, দিপা খাতুন, মোসাম্মত আরসিতা জাহান আশা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, তোহুরা খাতুন, মোসাম্মত লাবনী আক্তার, সাজিদা খাতুন, মোসাম্মত আখিঁ খাতুন ও আনুচিং মগিনি।
টিম ম্যানেজার- রাশেদা রহমান, প্রধান কোচ – গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ – মাহবুবুর রহমান লিটু, সহকারী কোচ- মাহমুদু আক্তার, ফিজিও-সাজিব সামস্্ বকশি।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া