adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দল নির্বাচনে স্বাধীনতা চান ইনজামাম

2016_04_19_12_19_06_bSwMz25ugvQstkFWq8Kr34p2gFr6kd_originalস্পোর্টস ডেস্ক, : এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। নামের প্রতি সুবিচার করতে পারেনি দলটি। ব্যর্থতার দায় নিয়ে কোচ-অধিনায়ক সরে দাঁড়িয়েছেন। অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে ইনজামাম-উল-হককে। নির্বাচক হয়েই স্বাধীনভাবে কাজ করার কথা জানালেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার।  

পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক প্রভাব থাকে। অতীতে ছিল, এখনো আছে। এটা মাথায় রেখেই হয়তো ইনজামাম বললেন, ‘দায়িত্ব নিয়ে খুব শিগগিরই ম্যাজিক দেখাতে পারব না। এর জন্য কিছুটা সময় লাগবে। তবে দলের পারফরম্যান্সের পরিবর্তনটা খুব দ্রুতই দেখতে পারবেন। আশা করছি, আমি স্বাধীনভাবেই আমার কাজটুকু করতে পারব।’

২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ইনজি। নিজেকে প্রমাণ করেছেন দলনেতা হিসেবে। এবার নির্বাচক হিসেবে দলে অবদান রাখতে চান সাবেক এই তারকা ক্রিকেটার। বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে যেভাবে দলকে চালিয়েছি, আগামীর প্রস্তুতিটা সেভাবেই নেব। তবে এটাও জানি, অধিনায়ক আর নির্বাচকের দায়িত্বটা সম্পূর্ণ ভিন্ন। অধিনায়ক হিসেবে দলে অবদান রাখার চেষ্টা করেছি। এবার নির্বাচক হয়ে দলে অবদান রাখতে চাই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া