adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

SMARTডেস্ক রিপোর্ট : এখন সবার হাতে হাতে স্মার্টফোন। দাম যত কমছে বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। তবে এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে সমস্যায়ও পড়তে হচ্ছে। একটু সময় ব্যবহারেই আপনার স্মার্টফোনটি গরম হয়ে যাচ্ছে৷ আপনার সাধের স্মার্টফোনটিকে গরম হওয়া থেকে বাঁচাতে জেনে নিন কিছু টিপস:

১. লোকেশন ও ব্লু-টুথ ফাংশন বন্ধ করুন৷ স্মার্টফোনের 'সেটিংস' অপশনে গিয়ে লোকেশন 'ডিসেবল' করে দিন৷ ফাইল ট্রান্সফার করা হয়ে গেলে বন্ধ করে দিন ব্লু-টুথও৷ লোকেশন সেটিংস 'অন' থাকলে আপনার স্মার্টফোনের ব্যাটারি খরচ হয় ও স্মার্টফোন গরম হতে শুরু করে৷ 

২. বেশিক্ষণ ইন্টারনেট সার্ফিং করতে হলে 'থ্রি-জি' বা 'ফোর-জি' পরিষেবা ব্যবহার করুন৷ টু-জি ইন্টারনেট পরিষেবা আপনার স্মার্টফোনের টাওয়ার সিস্টেমকে আরও কাজ করতে বাধ্য করে বলে ফোন বেশি গরম হয়৷

৩. একসঙ্গে বহু অ্যাপস ব্যবহার করবেন না৷ কম দামি ফোনে একসঙ্গে ৪-৫টি অ্যাপস চালু রাখলে 'প্রসেসর' গরম হতে থাকে৷ যার ফলে ফোন গরম হয়ে ওঠে৷ 

৪. স্মার্টফোনে যত অ্যাপস রয়েছে-সেগুলো আপডেটেড রয়েছে কি না, ভালো করে দেখে নিন৷ অ্যাপস-এর আপডেটেড ভার্সনে গলদ কম থাকে৷ ফোনও ভালো থাকে, গরম হয় না৷

৫. নকল ব্যাটারি ব্যবহার করবেন না৷ 

৬. প্রয়োজন না পড়লে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখুন৷

৭. যে অ্যাপস দরকার নেই, জলদি 'আন-ইনস্টল' করুন৷

৮. হাই গ্রাফিক্স ইনটেনসিভ গেমস বেশিক্ষণ খেললে ফোন গরম হবে৷ স্মার্টফোনকে ঠাণ্ডা রাখতে তাই বেশিক্ষণ গেমস খেলবেন না৷

৯. যেখানে নেটওয়ার্ক নেই, সেখানে বারবার নেটওয়ার্ক 'ম্যানুয়ালি' সার্চ করলে ফোন গরম হয়৷ তাই যখন ফোনে নেটওয়ার্ক পাবেন না, 'অটোমেটিক' মোড অন করুন৷ 

১০. চার্জে বসিয়ে স্মার্টফোন ব্যবহার করবেন না৷ এই নিয়মটি আপনাকে মেনে চলতেই হবে৷ কারণ, ফোন চার্জে বসিয়ে গেমস খেললে বা ভিডিও দেখলে ফোনের প্রসেসরে অত্যাধিক চাপ পড়ে৷ এতে ফোনের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়৷ ফোন সহজেই গরম হয়ে ওঠে৷ 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া