adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

BSF1460951570ডেস্ক রিপোর্ট : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তে বিএসএফের গুলিতে মোনছের আলী (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
বিজিবি ও এলাকাবাসী জানায়, রোববার রাত ১০টার দিকে রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তের ১০৬২ আর্ন্তজাতিক পিলারের কাছে গরু আনতে যায় বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোনছের আলী। অন্যান্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিসতক মোনছের আলীকে মৃত ঘোষণা করেন। এরপর মোনছের আলীর মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যায় অন্যান্য গরু ব্যবসায়ীরা।
 
পরে রৌমারী থানা পুলিশ মোনছের আলীর মরদেহ রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে যায়।
 
এ ব্যাপারে মোল্লার চর বিজিবি ক্যাম্পের কোম্পানি ক্যাম্প কমান্ডার জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
 
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোনছের আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া