adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষকে অপমান করে লাখপতি যিনি

siyera1460884455আন্তর্জাতিক ডেস্ক :  তার পেশার নাম ‘humiliatrix’- মানে, মানুষকে বশ করে শিক্ষা দেওয়া। পোর্টল্যান্ডের সিয়েরা লিঞ্চ এখন লাখপতি এই আজব পেশায়। নিজের পড়াশোনার খরচ চালিয়ে বড় শহরে এখন ২৯ বছরের সিয়েরার দুটি বাড়ি ও গাড়ির মালিক।
 
আপনার নিশ্চয়ই এখন কৌতুহল হচ্ছে এই ‘humiliatrix’ কর্মটি সম্পর্কে জানতে। সিয়েরা জানিয়েছেন, তার কাজের জন্য বাড়িতে একটা ল্যাপটপ, ওয়েব ক্যাম আর নেট কানেকশান প্রয়োজন। অনলাইনে বদমাশ ছেলেদের শায়েস্তা করতে তিনি কাজটা শুরু করেছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন এটা থেকে মোটা টাকা রোজগার করা সম্ভব।
 
সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্ট যত জনপ্রিয় হয়েছে, তিনি মোটা টাকার বিজ্ঞাপন পেয়েছেন। সিয়েরা বলেন, তাঁর ইনবক্সে চ্যাট ও দেখা করার নানা অনুরোধ পাঠান পুরুষরা। এদের মধ্যে যারা নারীদের অপমান করেন, নারীদের শুধু পন্য বা মাংসের স্তুপ মনে করে তাদেরই অপমান করেন সিয়েরা। চ্যাট করার জন্য মিনিটে ১০ ডলার নেন তিনি। ওয়েবক্যামের মাধ্যমে চলে কথাবার্তা। অনেককে তিনি তাঁর ব্যবহৃত বিভিন্ন জিনিস বিক্রি করেও মোটা টাকা রোজগার করেন।
 
সিয়েরা কিন্তু তার এই আজব পেশা নিয়ে গর্বিত। তিনি বলেন, ব্যাটাদের শায়েস্তা করতে দারুণ লাগে।
 
তার এই পেশা নিয়ে বাবা-মাও গর্বিত বলে জানিয়েছেন সিয়েরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া