adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেয়র মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

2015_09_06_12_05_42_6tKB2hdxqEg0wFBmVyntGjMOvfdWlK_originalডেস্ক রিপোর্ট : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগে বহিষ্কৃত সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ ৩৯ জনকে আসমি করে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

১৬ এপ্রিল শনিবার জয়দেবপুর থানার উপ-পরিদর্শক আহাদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর আগে সন্ধ্যায় নাশকতার অপর একটি মামলায় কালিয়াকৈরের ভান্নারা এলাকা থেকে মেয়র মান্নানকে আটক করে পুলিশ।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় নাশকতার দায়ে মেয়র মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে এ মামলায় মেয়র মান্নানসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ৭ দিনের পুলিশি রিমান্ড আবেদন করে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া