adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিজের শহরে গাইতে ‘এলআরবি’সহ চট্টগ্রামে আইয়ুব বাচ্চু

2016_04_15_16_28_30_39oPrY7hJlmqLXZ7sn8pZiorPcuGhM_originalবিনোদন প্রতিবেদক : আইয়ুব বাচ্চু। বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম পুরুষ। ২৫ বছর পূর্ণ করা প্রখ্যাত ব্যান্ড দল ‘এলআরবি’র প্রতিষ্ঠাতা, কিংবদন্তি শিল্পী এবং এশিয়ার অন্যতম গিটারিস্ট। সঙ্গীতের সঙ্গেই যার বসবাস। কনসার্ট, গানের রেকর্ডিং আর বাংলার ব্যান্ড গান নিয়ে বিভিন্ন সময়ে বিদেশ সফরেই কেটে যায় তার সারাটা বছর। এতো ব্যস্ততার মধ্যে যাওয়া হয়ে উঠে না নিজের জন্ম শহর চট্টগ্রামে। কিন্তু এই বৈশাখ উপলক্ষ্যে এবার এসে গেল সেই অনবদ্ধ সুযোগ! আর তাই দলবলসহ(এলআরবি টিম) আজ ভোরেই একটি কনসার্টে গাইতে আগেভাগে গিয়েই হাজির জন্ম শহর চট্টগ্রামে!  

গতকাল গেল পহেলা বৈশাখ। আর বৈশাখ মানেই আনন্দ উৎসব আর গানে গানে পুরোটা দিন! বর্ষবরণের প্রথম এই দিনটাতে মানুষ তাদের প্রিয় শিল্পীর গানের তালে সুর মেলাতে চায়। দর্শক শ্রোতার এই চাহনিকে প্রাধান্য দিয়ে রাজধানীজুড়ে প্রতি বছরেই আয়োজন করা হয় ওপেন কনসার্টের। গতকালও হয়নি তার ব্যতিক্রম। গতকাল আয়োজিত শহরের বেশির ভাগ কনসার্টেই ছিলেন বাংলার কিংবদিন্ত শিল্পী আইয়ুব বাচ্চু ও তাঁর দল এলআরবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া