adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানে দফায় দফায় ভূমিকম্পে নিহত ৯, আহত ৮শতাধিক

japanআন্তর্জাতিক ডেস্ক : জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুতে কয়েক দফার ভূমিকম্পে এ পর্যন্ত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে।

এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৮ শতাধিক। আর ধসে পড়েছে ১৯টি ভবন। ধসে পড়া ভবনগুলোর নীচে বেশ কিছু মানুষ চাপা পড়ে আছে জানা গেছে।

প্রায় ১৬ হাজার বাড়িতে বিদ্যুৎ ও ৩৮ হাজার বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে এখনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এই দ্বীপের পরমাণু চুল্লির ওপর কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি। দু’টি সেন্দাই পরমাণু চুল্লি যথারীতি কাজ করছে। এছাড়া নিয়মিত পরিদর্শনের জন্য সচল তিনটি জেনকাই চুল্লি বন্ধ রাখা হয়েছে।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইউশিহাইডি সুগা বলেন, ধ্বসে হতাহাতের সংখ্যা এখনো সঠিকভাবে নিরূপণ করা যায়নি। উদ্ধার কাজ চলছে।

পার্বত্যময় এ দ্বীপে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে প্রথম ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর ৬টা ৪২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়।

এর পরের তিনটি ৭টা ৭ মিনিট, ৭টা ২২ মিনিট এবং ৭টা ৩৮ মিনিটে যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৮ এবং ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া