adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপা লিগ – শেষ চারে লিভারপুল

LIVERস্পোর্ট ডেস্ক :  এর নাম লিভারপুল। রূপকথার জন্ম দিতে যারা ওস্তাদ। গতকাল পিছিয়ে পড়েও অবিশ্বাসভাব্যে ম্যাচ জিতে ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।

বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। গতকাল নিজেদের মাঠে ৪-৩ গোলে জিতে শেষ চার নিশ্চিত হয় দলটির।

বরুসিয়া ৯ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায়। ৪৮ মিনিটের সময় ওরিগি এক গোল শোধ দিলেও লিভারপুল সমর্থকদের চিন্তা পিছু ছাড়ছিল না। এর মধ্যে ৫৭ মিনিটের সময় বুরুসিয়ার রিউস আরেকটি গোল করে ব্যবধান ৩-১ করে ফেলেন।

কে জানত এই ম্যাচ জিতে যাবে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের সেই স্মৃতি ফিরিয়ে আনে দলটি। ২০০৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসি মিলানের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে পড়েও জিতে গিয়েছিল জেরার্ডরা।

গতকালও প্রায় একই কাহিনী। কসিনো ৬৬তম মিনিটে দ্বিতীয় গোল করেন। সাকে ৭৭তম মিনিটে সমতা আনেন। বরুসিয়া তখন দিশেহারা। কীসের ভেতর কী হয়ে গেল-এই হতাশায় মুষড়ে পড়ে গোটা দল। ওদিকে হাজার হাজার সমর্থকদের উল্লাস। নিজেদের ধরে রাখতে পারেনি তারা। অতিরিক্ত সময়ে লোভারন জয়সূচক গোল করে আরেকটি রূপকথার রাতের জন্ম দেন। অবাক করার বিষয় হলো মৌসুমে এটিই লোভারনের প্রথম গোল!

২০০৪ সালেও অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের টিকেট পেয়েছিল লিভারপুল। অলিমপিয়াকোসের বিপক্ষে তাদের জিততে হতো দুই গোলে। রিভালদো আবার দলটিকে এগিয়ে দেন। এবার জিততে হবে তিন গোলে। স্টিভেন জেরার্ড শেষ সময়ে গোল করে ঠিকই দলকে জয় এনে দেন!
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া