adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদালত ও আইপিএল নিয়ে ক্ষুদ্ধ গাভাস্কার ও দ্রাবিড়

gavaskerস্পোর্টস ডেস্ক :  মহারাষ্ট্র থেকে আই পি এল সরিয়ে নিয়ে যাওয়ার তীব্র বিরোধিতা করলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার। দু‌জনেই একটা বিষয়ে একমত, আই পি এল–‌কে সহজেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

উল্লেখ্য, বুধবারই বম্বে হাইকোর্ট রায় দিয়েছে, ৩০ এপ্রিলের পর সব ম্যাচ মহারাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়ার জন্য। সেই প্রসঙ্গে বলতে গিয়ে দ্রাবিড় জানান, ‘‌এটা খুবই গুরুত্বপূর্ণ যে জলের অভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছে। কিন্তু এর সঙ্গে আই পি এলের কী যোগাযোগ

আমি বুঝছি না। খরা কী করে ক্রিকেটের থেকে গুরুত্বপূর্ণ হয়?‌ যদি আই পি এল না থাকায় সমস্যার সমাধান হয়ে যায়, তবে আমাদের ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে।’‌

একই সূত্র ধরে গাভাস্কার বলেন, গত ৯–১০ বছর ধরে কী হচ্ছিল। প্রত্যেকবারই আমরা দেখেছি আই পি এলের সময় কিছু না কিছু হয়। এটা যেন সহজ একটা লক্ষ্যবস্তু হয়ে গেছে। গাভাস্কারের পরামর্শ হলো এই বিষয়কে কোনোভাবেই যেন ক্রিকেটের সঙ্গে গুলিয়ে না ফেলা হয়। ‘‌আই পি এলের ম্যাচ না হলেই কী জল অপচয় বন্ধ হবে?‌ ‌যদি তা–ই হয়, তাহলে কীভাবে?‌ বি সি সি আই তো আগেই বলেছিল পানযোগ্য জল ব্যবহার করা হবে না। বলেছিল, অর্থসাহায্য করা হবে। তাহলে শোনা হল না কেন?‌ কেন বারবার ক্রিকেটকেই বেছে নেওয়া হবে?‌ আর বাগানে জল দেওয়া বা সাঁতার কাটা এটা চলতেই থাকবে?‌

কথায় কথায় শুধু যুক্তি দেন, ‘‌রাজনৈতিক ব্যাপারের আগে ক্রিকেটকে টেনে আনা হয়। কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভাল করতে গেলে সেখানে ক্রিকেটকে টেনে আনা হয়।’‌ ধোনির মতোই গাভাস্কারেরও পরামর্শ, দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবা দরকার।‌‌‌-আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া