adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পহেলা বৈশাখের আগে পাটকল শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার নির্দেশ

jute_108941নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখে উপলক্ষে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ মার্চ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকের এক অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতকে পাট শিল্পের উন্নয়ন, পাট ক্রয় ও পাট শ্রমিকদের বেতন-ভাতা বাবদ এক হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দেন। এর মধ্যে ৬ শত কোটি টাকা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা বাবদ, ২ শত কোটি টাকা পাট ক্রয় এবং ২ শত কোটি টাকা পাটশিল্পের উন্নয়ন বাবদ।

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা বাবদ ৬ শত কোটি টাকার মধ্যে ৩ শত কোটি টাকা পহেলা বৈশাখের আগেই শ্রমিকদের দিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পহেলা বৈশাখ করব আর শ্রমিক রাস্তায় নামবে তা হতে দেয়া যায় না।’

একইসঙ্গে পাটশিল্পের উন্নয়নের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। তারা পাটশিল্পের উন্নয়ন ও বিকাশের জন্য পাট মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া