adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নববর্ষের শোভাযাত্রায় একই ধরনের টি-শার্ট খেয়াল রাখবে পুলিশ

2016_04_11_12_46_12_UegMHIAlqbdBMi3UZ5QAVrmPqo55aX_originalডেস্ক রিপাের্ট : কিছু কিছু কোম্পানি প্রচারণার জন্য চুক্তি ভিত্তিতে লোক নিয়োগ করেন। এই নিয়োগকৃতরা একই ধরনের টি-শার্ট পরে পহেলা বৈশাখের শোভাযাত্রায় অংশ নেয়। এই সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবছর সে বিষয়টি লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

১১ এপ্রিল সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন তিনি।

তিনি বলেন, ‘পহেলা বৈশাখকে কেন্দ্র করে এবার নিশ্চ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রমনা-শাহবাগ-টিএসসিসহ পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং টিএসসিতে তিনটি কন্ট্রোল রুম করা হবে। সেখানে থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাবে দায়িত্ব পালনকারী সদস্যরা। টিএসসি, শাহবাগ এবং রমনা পার্কে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। ওয়াচ টাওয়ার থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।’

কমিশনার জানান, শোভাযাত্রার ভেতরে, সামনে এবং পেছনে কয়েক স্তরে এবার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিশেষায়িত দল সোয়াট টিম। এছাড়ারাও নারীদের তল্লাশির জন্য নারী পুলিশ থাকবে। রমনা ও সোহরাওয়ার্দীতে আগত সবাইকে বাতাসা এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে পুলিশ।

এবার রমনার পাশাপাশি রবীন্দ্র সরবর ও হাতিরঝিলেও এবার কঠোর নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি।

গত বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, ‘এবছর যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইভটিজিং-পকেটমার প্রতিরোধ করতে সোয়াট টিমের পাশাপাশি পোশাকি পুলিশ এবং ডিবি মাঠে থাকবে। রমনা পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে এবার নারী-পুরুষের আলাদা লাইন থাকবে। প্রবেশ গেটে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা থাকবে যেন কাউকে হয়রানির শিকার না হতে হয়।’

নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার পর খোলা স্থানে কনসার্ট বা অনুষ্ঠান করা যাবে না বিষয়টি আবারো জানিয়ে তিনি বলেন, ‘সন্ধ্যার পরে বাড়ির ছাদে এবং রেস্তোরাঁয় আপনারা উৎসব উদযাপন করুন, পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে।’

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ না পরারও অনুরোধ জানানো হয়েছে। তবে শোভাযাত্রার জন্য বানানো মুখোশ হাতে রাখা যাবে। এছাড়াও এবার ভুভুজেলা বিপনন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানিয়েছে ডিএমপি কমিশনার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া