adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৬ ঘণ্টা লড়াই করে বিলাসবহুল গাড়িটি জব্দ করলাে গােয়েন্দারা

2016_04_10_13_43_22_p3qV6o3FfaS9wCVMsc71GxceMZlozp_originalডেস্ক রিপাের্ট : রাজধানীর পর এবার সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫ কোটি টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

টানা ৩৬ ঘণ্টা অভিযান চালানোর পর রোববার ভোররাতে সিলেট থেকে গাড়িটি জব্দ করে গোয়েন্দারা। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, মার্সিডিস বেঞ্জের ১৯৮০ সিসির সিডিআই অ্যালিগ্যান্স-২০০৬ মডেলের গাড়িটি ২০১২ সালে শুল্ক ফাঁকি দিয়ে কিনেন লন্ডন প্রবাসী আব্দুল মালেক। কেনার পর থেকে গাড়িটি ভুয়া (ঢাকা-৬১৪/ও) রেজিস্ট্রেশন নম্বর প্লেট লাগিয়ে চালানো হতো।

গাড়িটি রাখা হতো আব্দুল মালেকের মালিকানাধীন সিলেটের এয়ারপোর্ট রোডের ই/১০ বিএম টাওয়ারে। তথ্য মতে শুল্ক গোয়েন্দারা শুক্রবার সকালে বিএম টাওয়ারে অভিযান চালায়। কিন্তু এর আগেই আব্দুল মালেক গাড়িটি অন্যত্র সড়িয়ে ফেলেন। পরে টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে সিলেট থেকেই গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া