adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনের আশ্রয়ের ঘোষনা দিলেন জাকারিয়া পিন্টু

bff-logo-300x188জহির ভূইয়া ঃ ‘সালাউদ্দিনকে ক্ষমা চাইতে হবে। নইলে আমি আইনের আশ্রয় নেবো। আমি আবারও বলছি আমি টাকা নেইনি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। কোরআন শরীফ পড়ি। আমি এখনো বলছি আমি টাকা নেইনি।’-এ কথা গুলো আজ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর। তিনি মিডিয়াতে এ সব কথা বললেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন তার বিরুদ্ধে টাকা গ্রহনের অভিযোগ উত্থাপনের একদিন পর।

আজ শরিবার দুপুরে সেভ দ্য স্পোর্টসের ব্যানারে ‘ফুটবল বাঁচাও’-সংবাদ সম্মেলনের দ্বিতীয় দফা আয়োজন করা হল। মোহামেডান ক্লাব লাউঞ্জে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সংগঠনের কো-চেয়ারম্যান খায়রুল কবির খোকন, মহাসচিব দিলদার হাসান দিলু। প্রথম সংবাদ সম্মেলনেটি গুলশানে বিসিবি সভাপতি পাপনের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এরপরই শুরু হল ফুটবলের দুই পক্ষের কাঁদা মাখামাখি।
  
জাকারিয়া পিন্টু সালাউদ্দিনের কাছ থেকে টাকা নিয়েছেন এমন অভিযোগ প্রকাশ্য মিডিয়াতে সালাউদ্দিন অভিযোগের পাল্টা জবাব দিলেন পিন্ট। তিনি আজ মোহামেডান ক্লাবে বাংবাদিকদের বলেন,‘১৯৮২ সালে সালাউদ্দিনরা যখন জেলে গিয়েছিল। তখন আমি তাদের জন্য জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে গিয়েছিলাম। তাদের জন্য যা করেছি, এই কি তার প্রতিদান? সালাউদ্দিন বলেছে ২০২২ সালে বিশ্বকাপে খেলবে। এটা কি এত সোজা? আমি বলবো সালাউদ্দিন তুমি খেলোয়াড়দের শ্রদ্ধা করো, ¯েœহ করো, তাহলে তুমিও শ্রদ্ধা পাবে। সতীর্থদের সম্মান করো, নিজেও সম্মান পাবে।’
 
খেলোয়াড় হিসেবে তুমি সন্দেহাতীতভাবে ভালো। কিন্তু সংগঠক হিসেবে কোনভাবেই ভালো নও। তুমি কিন্তু টিপু, মঞ্জুদের চেয়ে বড় নও। মঞ্জু বিদেশে কি করে সে ব্যাপারে কথা বলার কোন অধিকার নেই। ট্যাক্সি চালানো খারাপ কিছু নয়। সালাউদ্দিনকে সবাই দূর্নীতিবাজ বলে। কই আমাকে তো বলে না? তার সতীর্থরা আওয়াজ তুলেছে সালাউদ্দিন একজন দূর্ণীতিবাজ। এভাবে কথা বললে, সে তো সাসপেন্ড হয়ে যাবে।” 

মইন উদ্দিন আহমেদ, ‘আমি ফুটবলার ছিলাম। সালাউদ্দিনের বন্ধু ছিলাম। পিন্টু ভাই নির্বাচন করবে বললে আমি রাগ করেছিলাম। কারণ তিনি অসুস্থ ছিলেন। এত পেসার তিনি নিতে পারবেন না তাই। একদিন সালাউদ্দিন আমাকে তার রুমে নিয়ে গেলো। সে বললো, অনেক দৌঁড়াদৌড়ি করেছ। তুমি এখানে এসে খরচ হয়েছে। ২৫ হাজার টাকা রাখ। আমি রাজি হইনি। সালাউদ্দিন আমাকে জোর করে পকেটে ঢুকিয়ে দেয়। এরপর দু’লাখ টাকা নিয়ে ঘুরেছে কিন্তু আমি নেইনি। তবে খরচের কথা বলে অন্য আরেকজনের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়েছিলো সালাউদ্দিন। এর বাইর কোন টাকা আমি কিংবা বড় ভাই নেনি। এটা আমি হলফ করে বলতে পারি।’


খায়রুল কবির খোকন বলেন, ‘দলীয়করনের মাধ্যমে ক্রীড়াঙ্গণ যে চলছে, তার প্রতিফলন ফুটবলের এই কাদা ছোড়াছুড়ি। দিলদার হাসান দিলু, ‘আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে কাজী সালাউদ্দিন যেসব কথা বলেছেন, সে জন্য আমরা নিন্দা জানাই। এসব কাঁদা ছোঁড়াছুড়ি না করে সবাই সবাইকে সম্মান করি। শ্রদ্ধা করি আসুন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া