adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যৌনকর্মী নয়, যৌনতা ক্রয় করলে খদ্দেরকে আটক করবে ফ্রান্স

SEXআন্তর্জাতিক ডেস্ক : যৌনকর্মী নয়, টাকার বিনিময়ে যৌনতা কিনলে খদ্দেরকে আটক করা হবে- এমনই একটি আইন পাস করেছে ফ্রান্স। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। নতুন এ আইনে যারা যৌনকর্মীর কাছ থেকে সেবা নেবেন, সেই ক্রেতা বা খদ্দেরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ৩৭৫০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। উল্লেখ্য, সরকারি হিসেবে, দেশটিতে ৩০ হাজারের বেশি যৌনকর্মী রয়েছে।

একই সঙ্গে যৌনকর্মীদের নানা সমস্যার বিষয়ে দণ্ডপ্রাপ্তদের বাধ্যতামূলক ক্লাসেও অংশ নিতে হবে। ফ্রান্সের একজন কর্মকর্তা বলেন, যৌনকর্মীরা যাতে এ পেশা ছেড়ে দেওয়ার সুযোগ পান সে কাজে সহযোগিতা করা। কেননা এটি মানবপাচারকারীদের বিরুদ্ধে সহায়ক হিসেবে বিবেচিত হয়।

আগের আইনে এ ধরনের ঘটনায় শুধু যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখন যৌনকর্মীদের বিরুদ্ধে নয়, তাদের খদ্দেরদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নতুন এ আইন পাস হওয়ায় বিক্ষোভ করেছেন 'ভুক্তভোগী' যৌনকর্মীরা। তাদের হাতের ব্যানারে ফরাসি ভাষায় লেখা ছিল, 'আমি নিজেই নিজের দেখাশোনা করতে পারবো'।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া