adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে সরাতে হবে ব্যবসা প্রতিষ্ঠান

mossaraf1_108500নিজস্ব প্রতিবেদক : দেশের ১১টি সিটি কর্পোরেশন নগরীর আবাসিক এলাকা থেকে অননুমোদিত যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান আগামী ছয় মাসের মধ্যে স্ব-উদ্যোগে সরিয়ে নিতে হবে।

ব্যর্থতায় পরবর্তী এক মাসের মধ্যে রাজউক এবং সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।

৭ এপ্রিল বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন মন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, রাজধানী ঢাকায় মোট হোল্ডিং ৫ হাজার ৪ শত ৮৮টি, এর মধ্যে বৈধ প্লট ৫৬৮টি আর অবৈধ্য প্লট ৪ হাজার ৯শ’ ২০টি। এসব প্লট যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আবাসিক এলাকায় এখন যেসব অনুমোদিত স্কুল, কলেজ, গেস্টহাউসসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে সরিয়ে নেয় হবে। এর মধ্যে স্কুল-কলেজ ও হাসপাতাল সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় এগুলো এখনই সরানো হবে না।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া