adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্মলেন্দু গুণের কবিতা : আমার গোপন প্রেম

nirmalenduকবিতা সম্পর্কে কমেন্ট করলে কবিতার মিষ্টি ভাবটা নষ্ট হযে যায়। কবি যখন কমেন্ট করে তখন কবিতার স্বাধীন সত্তা নষ্ট হয়। আরোপিত ভাবনা এসে পড়ে। কবিতা সম্পর্কে অন্যদের স্বতঃস্ফূর্ত মতামতকে তা রুদ্ধ করে, কবির চিন্তা দ্বারা পাঠকের মতামত নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় কিংবা তার চিন্তাটা সীমিত হয়ে যায়। কবিতার সঙ্গে ব্যক্তির নাম জড়িত থাকলে, সেই ব্যক্তিত্বের প্রভাব তাতে পড়ে। এই কারণে নিজের কবিতা সম্পর্কে আমি মন্তব্যের পক্ষে না। বিদেশি কবিতা অনুবাদ করতে গেলে সেখানে মন্তব্য বা ব্যাখ্যা বিশ্লেষণ দরকার, কারণ সেটা অন্য ভাষা ও সংস্কৃতি থেকে আগত। সেই ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতা নেই বলে তখন মন্তব্য বা ব্যাখ্যা প্রয়োজন। কিন্তু নিজস্ব রচনার ক্ষেত্রে মনে হয় না তার দরকার আছে।

আমার গোপন প্রেম
যেসব নারীকে আমি গোপনে ভালোবেসেছি, তাদের সঙ্গে আমার কখনও বিচ্ছেদ ঘটেনি।
পক্ষান্তরে আমার প্রকাশিত প্রেমসমূহ
পূর্ণ হয়েছে বেদনায়, বিচ্ছেদে।

তাই মনে করি, প্রকাশিত প্রেমের তুলনায় অপ্রকাশিত গোপন প্রেমই ভালো।
যাকে ভালোবাসতে ইচ্ছে করবে, তাকে আমি গোপনে ভালবাসবো।
যাকে ভালোবাসি তাকে কখনও তা জানতে দেবো না।

আমার প্রেম প্রত্যাখ্যান করার
কোনো সুযোগই সে পাবে না।
আমি তাকে ইচ্ছমতো ভালোবাসবো।
প্রাণ ভরে ভালোবাসবো।
যতদিন খুশি, যতবার খুশি ভালোবাসবো।

এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকে আমি ভালো আছি। শুধু ভালো নয়, খুব ভালো আছি।
প্রেম নিয়ে আমার সকল উদ্বেগ ও উতকণ্ঠার অবসান হয়েছে।

প্রিয় নারীদের ভালোবেসে আমি এখন পরম স্বস্তিতে আছি। আমার আর কোনো ভয় নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া