adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৯ মাসে রফতানি আয় ২০৫ কোটি ডলার

EPB--নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রফতানি আয় হয়েছে দুই হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল দুই হাজার ২৯০ কোটি ৪৭ লাখ ডলার। ফলে গত অর্থবছরের চেয়ে রফতানি আয় বেড়েছে ২০৫ কোটি মার্কিন ডলার, যা আট দশমিক ৯৫ শতাংশ বেশি।
রফতানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ (ইপিবি) মঙ্গলবার (৫ এপ্রিল) দেশের পণ্য রফতানি আয়ের এ হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৪৪৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ওই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫২ কোটি ডলার বা দুই দশমিক ১২ শতাংশ বেশি রফতানি আয় হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের মার্চ মাসে ২৮৩ কোটি ডলার রফতানি আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৫৯ কোটি ডলার। এর আগে ফেব্রুয়ারি মাসে রফতানি আয় ছিল ২৮৫ কোটি ডলার। আর প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে অর্জিত রফতানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে দুই হাজার ৪৪ কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ওভেন পোশাক রফতানি থেকে। এ খাত থেকে এক হাজার ৭৬ কোটি ৫৮ লাখ ডলার আয় হয়েছে। আর নিট পোশাক খাত থেকে রফতানি আয় হয়েছে ৯৬৭ কোটি ৪৩ লাখ ডলার।
গত অর্থবছরের একই সময়ে তৈরি পোশাক খাত থেকে আয় হয় এক হাজার ৮৬২ কোটি ডলার। যা গত অর্থবছরের চেয়ে ৯ দশমিক ৬৬ শতাংশ বেশি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া