adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন -সব হাসপাতালে বার্ন ইউনিট থাকবে

primeনিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে একটি করে বার্ন ইউনিট করা হবে।
 
৬ এপ্রিল বুধবার সকালে রাজধানীর চানখাঁরপুলে ‘শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘ঐতিহ্যের নামে হাসপাতালের পুরাতন ভবন রাখা যাবে না। এগুলো ভেঙে নতুন, আধুনিক ও যুগোপযোগী ভবন তৈরি করা হবে।’ 
 
তিনি বলেন, ‘পুরাতন ভবন ভাঙতে গেলেও কথা হবে। টেলিভিশনে টকশো হবে, পত্রিকায় লেখালেখি হবে। তা হোক। মানুষের উপকারের জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।’ 
 
চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে জানিয়ে তিনি বলেন,‘এখন নতুন নতুন রোগ দেখা দিচ্ছে। এইসব বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হবে।’
 
শেখ হাসিনা বলেন, ‘এখন জেলা-উপজেলা পর্যায়ের চিকিৎসকরা শহরের চিকিতসকদের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ করতে পারে। আন্তার্জাতিক পর্যায়েও এই যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে এর প্রসার আরো বাড়ানো হবে।’ 
 
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে হত্যা করেছে। যারা মানুষ পুড়িয়ে রাজনীতি করেন তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ।’
 
মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘অর্থনীতির ভিত্তি এখন মজবুত। দেশের মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিতসায় কেউ মারা যাবে না।’
 
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নতি হয়েছে, আরো হবে। কারো কাছে হাত পেতে নয়, বিশ্বে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে চলবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া