২০২৩ বিশ্বকাপ বাংলাদেশে!
স্পোর্টস ডেস্ক : ২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় বসেছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর। ২০১৪ সালে সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিলো বাংলাদেশ। চলতি বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ।
সামনে বাংলাদেশ আইসিসির আরও একটি বড় একটি ইভেন্টের আয়োজক হতে পারে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষে আইসিসির সিইও ডেভ রিচার্ডসন একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ২০২৩ সালে ভারতের সাথে বিশ্বকাপের আয়োজক হতে পারে বাংলাদেশ।
তিন ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৩ সালের বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বাংলাদেশে হতে পারে।
এর আগে ২০১১ বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৬ আইসিস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করায় বাংলাদেশের প্রশংসা করেন ডেভ রিচার্ডসন।