adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুত কেন্দ্র নির্মাণে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলি -নিহত ৫

1ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন ৬০ জনেরও বেশি প্রতিবাদকারী। নিহতরা হলেন- মর্তুজ আলী (৫০), আনোয়ার হোছেন (৪০), জাকের (৫০), বদিউল আলম ও আঙ্গুর মিয়া।  তবে নিহতের সংখ্যা আটজন বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে। কিন্ত পুলিশ এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
 
৪ এপ্রিল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয়দের বিদ্যুত কেন্দ্রবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি ছুঁড়ছে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অন্তত ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে গ্রামবাসী আশঙ্কা করছেন।
 

2বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানিয়েছে, গ্রামবাসী পুলিশের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছে।
 

3চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার জানান, গন্ডামারা এলাকায় এস আলম গ্রুপের বিদ্যুতকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে পক্ষে-বিপক্ষে বিরোধ চলে আসছিল। সোমবার বিদ্যুতকেন্দ্রের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করলে পুলিশ ১৪৪ ধারা জারি করে। বিকেল সোয়া ৪টার দিকে গ্রামবাসী ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
 
স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ সমাবেশে বাধা দিয়ে এক পর্যায়ে গুলি ছুঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া